ইতিহাস MCQ – সেট ২৭ – মধ্যযুগ

History MCQ – Set 27 – Medieval History
৪৬১. মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন ?
(A) আব্দুর রাজ্জাক
(B) ইবন বতুতা
(C) অলবিরুনী
(D) রালফ ফ্লিচ
৪৬২. কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না ?
(A) সুজা
(B) মুরাদ
(C) শের শাহ্
(D) দারাসিকো
আলমগীর বলতে ঔরঙ্গজেবকে বোঝানো হয়
৪৬৩. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’ ?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) জাহাঙ্গীর
৪৬৪. গ্রান্ডট্রাঙ্ক রোডের নির্মাতা কে ?
(A) বাবর
(B) আকবর
(C) শাহজাহান
(D) শেরশাহ্
৪৬৫. কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন ?
(A) ১৫৭৫
(B) ১৫৭২
(C) ১৫৫৬
(D) ১৫৭৬
৪৬৬. ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরী’ -এর রচয়িতা কে ?
(A) ফেরদৌসী
(B) আবুল ফজল
(C) গালিব
(D) মালিক মোহাম্মদ জয়সী
৪৬৭. জিজিয়া’ ছিল –
(A) বাণিজ্য কর
(B) অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
(C) উৎসব কর
(D) অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
৪৬৮. ‘বুলবুল-ই-হিন্দ’ কাকে বলা হয় ?
(A) তানসেনকে
(B) আমীর খসরুকে
(C) আবুল ফজলকে
(D) গালিবকে
৪৬৯. শাহ্জাহানের কন্যা জাহান-আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
(A) মুরাদ
(B) সুজা
(C) দারাসিকো
(D) আওরঙ্গজেব
৪৭০. যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও মযূর সিংহাসন লুট করেন –
(A) আহমদ শাহ্ আবদালি
(B) নাদির শাহ্
(C) দ্বিতীয় শাহ্ আব্বাস
(D) সুলতান মাহমুদ
To check our latest Posts - Click Here