History MCQ Questions in Bengali

ইতিহাস MCQ – সেট ২

History MCQ – Set 2 – Modern History
১. খিলাফত আন্দোলনের উদ্দ্যেশ্য কি ছিল ?

a. ব্রিটিশদের ভারত থেকে উৎখাত
b. তুর্কী সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদা পুনরুদ্ধার
c. ভারতীয় মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন
d. প্রশাসনে ভারতীয় মুসলিমদের জন্য সুবিধা আদায়

উত্তর :
b. তুর্কী সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদা পুনরুদ্ধার

২. সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?

a. ১৯৪০
b. ১৯৪১
c. ১৯৪২
d. ১৯৪৫

উত্তর :
b. ১৯৪১

৩. হান্টার কমিশন(১৯১৯) কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?

a. অসহযোগ আন্দোলন
b. খিলাফত আন্দোলন
c. চৌরিচৌরার ঘটনা
d. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড

উত্তর :
d. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড

৪. মহাত্মা গান্ধী কবে তাঁর বিখ্যাত “ডান্ডী পদযাত্রা” করেন ?

a. ১২ই এপ্রিল, ১৯৩০
b. ১২ই মার্চ, ১৯৩০
c. ১২ই এপ্রিল, ১৯৩১
d. ১২ই মার্চ, ১৯৩১

উত্তর :
b. ১২ই মার্চ, ১৯৩০

৫. কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন ?

a. গুরু রাম সিং
b. স্বামী বিবেকানন্দ
c. মজনু শাহ
d. দয়ানন্দ সরস্বতী

উত্তর :
a. গুরু রাম সিং

৬. ১৮৭৮ সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন ?

a. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
b. দ্বারকানাথ ঠাকুর
c. দাদাভাই নৌরজি
d. রামগোপাল ঘোষ

উত্তর :
a. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৭. “Vernacular Press Act” কত সালে চালু হয়?

a. ১৮৭৬
b. ১৮৭৮
c. ১৮৮০
d. ১৮৮৪

উত্তর :
b. ১৮৭৮

৮. প্রাথর্না সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

a. রামমোহন রায়
b. কেশবচন্দ্র সেন
c. আত্মারাম পান্ডুরং
d. বিদ্যাসাগর

উত্তর :
c. আত্মারাম পান্ডুরং

৯. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?

a. লর্ড মিন্টো
b. লর্ড ডাফরিন
c. লর্ড বেন্টিঙ্ক
d. লর্ড মেকলে

উত্তর :
b. লর্ড ডাফরিন

১০. পি. এন. ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন ?

a. রাসবিহারী ঘোষ
b. সুভাষচন্দ্র বসু
c. রাসবিহারী বসু
d. লালা হরদয়াল

উত্তর :
c. রাসবিহারী বসু

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button