বিজ্ঞান MCQ – সেট ১৫ – রসায়ন
বিজ্ঞান MCQ – সেট ১৫ – রসায়ন
২৪১. পরম শুন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন –
(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায়
(C) সমান হয়
(D) শুন্য হয়
২৪২. SI পদ্ধতিতে চাপের একক হল –
(A) পাস্কাল
(B) নিউটন
(C) ঘনমিটার
(D) উপরের সবগুলি
২৪৩. হোয়াইট ভিট্রিওল হল –
(A) FeSO4, 7H2O
(B) ZnSO4, 7H2O
(C) MgSO4, 7H2O
(D) CuSO4, 7H2O
২৪৪. ক্ষারীয় দ্রবণে ফেনোলপথ্যালিনের বর্ণ হয় –
(A) নীল
(B) গাঢ় গোলাপি
(C) বেগুনি
(D) সবুজ
২৪৫. কোন অ্যাসিড BaCl2 এর সাথে বিক্রিয়া করে সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে?
(A) H2SO4
(B) HCl
(C) HBr
(D) HNO3
২৪৬. দুধ যখন দইয়ে পরিণত হয় তখন টক স্বাদের কারণ হল –
(A) এসিটিক অ্যাসিড
(B) টারটারিক অ্যাসিড
(C) ল্যাকটিক অ্যাসিড
(D) সাইট্রিক অ্যাসিড
২৪৭. প্রশম দ্রবণে pH এর মান –
(A) ৭
(B) ০
(C) ৯
(D) ১৪
২৪৮. নিম্নলিখিত মৌল গুলির মধ্যে সব থেকে শক্তিশালী বিজারক হল –
(A) হাইড্রোজেন
(B) সোডিয়াম
(C) কার্বন
(D) সিজিয়াম
২৪৯. সবচেয়ে শক্তিশালী জারক হল –
(A) অক্সিজেন
(B) ক্লোরিন
(C) আয়োডিন
(D) ফ্লুওরিন
২৫০. [PSC Misc Preli 00] লোহায় মরিচা পড়ার কারণ –
(A) জারণ
(B) বিজারণ
(C) জারণ ও বিজারণ দুটিই
(D) কোনোটিই নয়
To check our latest Posts - Click Here