General Knowledge Notes in BengaliNotes
বিভিন্ন ফলের ভোজ্য অংশ তালিকা
List of Common Fruits and Their Edible Parts
বিভিন্ন ফলের ভোজ্য অংশ তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন ফলের ভোজ্য অংশ তালিকা (List of Common Fruits and Their Edible Parts ) । কোন ফলের ভোজ্য অংশ কোনটি তার একটি সুন্দর তালিকা দেওয়া থাকলো। জীবনবিজ্ঞানের অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসেই থাকে । যেমন – আমের ভোজ্য অংশ কোনটি ? কমলালেবুর কোন অংশটি আমরা খায় ? পেঁপের কোন অংশটি খাওয়া যায় ? । এই তালিকাটি মনে রাখলে এই ধরণের প্রশ্নগুলির উত্তর খুব সহজেই দেওয়া যায় । foler bhojyo ongso talika ।
বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ
কোন ফলের ভোজ্য অংশ কোনটি তার তালিকা নিচে দেওয়া রইলো ।
নং | ফল | ভোজ্য অংশ |
---|---|---|
১ | কমলালেবু, পাতিলেবু | এন্ডোকার্প থেকে উৎপন্ন রসালো রোম |
২ | আম, জাম, কুল, তাল | মেসোকার্প |
৩ | বেদানা, ডালিম | রসালো বীজত্বক |
৪ | কাজুবাদাম | বীজপত্র, রসালো পুষ্পবৃন্ত |
৫ | লিচু | রসালো এরিল |
৬ | আপেল, নাসপাতি | রসালো পুষ্পাধার / পুষ্পাক্ষ |
৭ | চালতা | রসালো বৃতি |
৮ | কলা | মেসোকার্প, এন্ডোকার্প |
৯ | কাঁঠাল | মঞ্জরিপত্র, পুষ্পাক্ষ, বীজ |
১০ | ডুমুর | পুষ্পাক্ষ /পুষ্পাধার |
১১ | আনারস | পুষ্পপুট, মঞ্জরিপত্র ও মঞ্জরীদন্ডের বহিরাংশ |
১২ | আতা | রসালো ফলত্বক |
১৩ | ধান, গম, ভুট্টা | শস্য ও ভ্রূণ |
১৪ | চীনাবাদাম | বীজপত্র |
১৫ | নারিকেল | শস্য |
১৬ | মটর, ছোলা | বীজপত্র |
আরো দেখে নাও :
- ৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
- প্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান
- বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব
- ভিটামিন ( PDF, Video, MCQ )
- বিজ্ঞানসম্মত নাম ( PDF )
- হরমোন ( Note, PDF, 60+ MCQ )
- রোগ ও তাদের জীবাণু
- সালোকসংশ্লেষ সম্পর্কিত কিছু তথ্য
- প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র
To check our latest Posts - Click Here