বিজ্ঞান MCQ – সেট ৯ – জীবনবিজ্ঞান
Science MCQ – Set 9 – Biology
১. একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়, যদি রাখা হয় –
(A) জলে
(B) কোষরসের সমান ঘনত্বের দ্রবণে
(C) কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে
(D) কোষরসের কম ঘনত্বের দ্রবণে
২. বাদামি বর্ণের প্লাস্টিডকে কি বলে?
(A) ফিওপ্লাস্ট
(B) ক্লোরোপ্লাস্ট
(C) রোডোপ্লাস্ট
(D) এলাইওপ্লাস্ট
৩. কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে?
(A) মাইট্রোকনড্রিয়া
(B) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
(C) সেন্ট্রোজোম
(D) রাইবোজোম
৪. প্রাণীকোষে সাধারণত যে কোষ অঙ্গাণুটি থাকে না সেটি হল –
(A) সেন্ট্রোজোম
(B) প্লাস্টিড
(C) মাইট্রোকনড্রিয়া
(D) লাইসোজোম
৫. উদ্ভিদকোষের গলগি বডিকে কি বলা হয়?
(A) ডিকটিওজোম
(B) ভেসিকল
(C) সিস্টারনি
(D) টিউবিউল
৬. স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলে?
(A) অ্য়ামাইলোপ্লাস্ট
(B) এলাইওপ্লাস্ট
(C) অ্য়ালিউরোপ্লাস্ট
(D) রোডোপ্লাস্ট
৭. মাইট্রোকনড্রিয়ার অন্তঃপর্দাস্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে বলে –
(A) ভিলাই
(B) সিস্টারনি
(C) ক্রিস্টি
(D) সেন্ট্রিওল
৮. [WBCS Preli 05] পলিটিন ক্রোমোজোম দেখা যায় –
(A) ড্রসোফিলা মাছিদের লার্ভার লালাগ্রন্থিতে
(B) মানুষের যকৃতে
(C) পতঙ্গদের স্নায়ুকোষে
(D) ওপরের কোনোটিই নয়
৯. [PSC Misc Preli 09] নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়?
(A) থায়ামিন
(B) ইউরাসিল
(C) গুয়ানিন
(D) সাইটোসিন
১০. স্তন্যপায়ী প্রাণীদের স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হল –
(A) G0
(B) G1
(C) G2
(D) M
To check our latest Posts - Click Here