Polity MCQ

রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৫

Indian Polity MCQ – Set 5

১. [PSC Misc Preli 99] নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানের গণপরিষদ?

(A) মাউন্টব্যাটেন প্ল্যান
(B) ক্যাবিনেট মিশন প্ল্যান
(C) ভারতীয় স্বাধীনতা আইন , ১৯৪৭
(D) ওয়েভেল প্ল্যান

উত্তর :
(B) ক্যাবিনেট মিশন প্ল্যান

২. [WBCS Preli 99] কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছে?

(A) ১৯৪৯
(B) ১৯৫০
(C) ১৯৫১
(D) ১৯৫২

উত্তর :
(B) ১৯৫০

৩. [PSC Misc Preli 99 97] গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল?

(A) ৯ ডিসেম্বর, ১৯৪৭
(B) ৯ ডিসেম্বর, ১৯৪৮
(C) ৯ ডিসেম্বর, ১৯৪৬
(D) ৯ ডিসেম্বর, ১৯৪৯

উত্তর :
(C) ৯ ডিসেম্বর, ১৯৪৬

৪. [WBCS Preli 13] কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়?

(A) রাজাগোপালাচারী
(B) শরৎ বসু
(C) মতিলাল নেহেরু
(D) শ্যামাপ্রসাদ মুখার্জী

উত্তর :
(C) মতিলাল নেহেরু

৫. কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল?

(A) ১৯৩৫
(B) ১৯৩৮
(C) ১৯৪৩
(D) ১৯৪৪

উত্তর :
(A) ১৯৩৫

৬. জাতীয় পতাকা সম্পর্কিত অ্য়াড্হক কমিটির চেয়ারম্যান ছিলেন —

(A) জওহরলাল নেহেরু
(B) আম্বেদকর
(C) বি. এন. রাও
(D) রাজেন্দ্র প্রসাদ

উত্তর :
(D) রাজেন্দ্র প্রসাদ

৭. গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন?

(A) ৪৪৪ জন
(B) ২০৭ জন
(C) ২৯৯ জন
(D) ৫১৪ জন

উত্তর :
(B) ২০৭ জন

৮. ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল?

(A) ১৩
(B)
(C) ১৭
(D) 

উত্তর :
(A) ১৩

৯. কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়?

(A) ভারতীয় জাতীয় কংগ্রেস
(B) হিন্দু মহাসভা
(C) স্বরাজ্য পার্টি
(D) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া

উত্তর :
(C) স্বরাজ্য পার্টি

১০. নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি?

(A) মুসলিম লীগ
(B) ভারতীয় জাতীয় কংগ্রেস
(C) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
(D) ওপরের সবকটি

উত্তর :
(C) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া

১১. ভারতীয় সংবিধান রচনার সময়কাল হল —

(A) ২ বছর ১১ মাস ১৭ দিন
(B) ১ বছর ১০ মাস ৪ দিন
(C)৩ বছর ৫ মাস ২৯ দিন
(D) ২ বছর ১০ মাস ১৮ দিন

উত্তর :
(A) ২ বছর ১১ মাস ১৭ দিন

১২. মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ( Article ) ও তফসিল ( schedule ) ছিল?

(A) ৩৯৫ ও ৮
(B) ৪০০ ও ৮
(C)৩০০ ও ১০
(D) ৪৪৮ ও ১২

উত্তর :
(A) ৩৯৫ ও ৮

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button