রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৫
Indian Polity MCQ – Set 5
১. [PSC Misc Preli 99] নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানের গণপরিষদ?
(A) মাউন্টব্যাটেন প্ল্যান
(B) ক্যাবিনেট মিশন প্ল্যান
(C) ভারতীয় স্বাধীনতা আইন , ১৯৪৭
(D) ওয়েভেল প্ল্যান
২. [WBCS Preli 99] কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছে?
(A) ১৯৪৯
(B) ১৯৫০
(C) ১৯৫১
(D) ১৯৫২
৩. [PSC Misc Preli 99 97] গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল?
(A) ৯ ডিসেম্বর, ১৯৪৭
(B) ৯ ডিসেম্বর, ১৯৪৮
(C) ৯ ডিসেম্বর, ১৯৪৬
(D) ৯ ডিসেম্বর, ১৯৪৯
৪. [WBCS Preli 13] কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়?
(A) রাজাগোপালাচারী
(B) শরৎ বসু
(C) মতিলাল নেহেরু
(D) শ্যামাপ্রসাদ মুখার্জী
৫. কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল?
(A) ১৯৩৫
(B) ১৯৩৮
(C) ১৯৪৩
(D) ১৯৪৪
৬. জাতীয় পতাকা সম্পর্কিত অ্য়াড্হক কমিটির চেয়ারম্যান ছিলেন —
(A) জওহরলাল নেহেরু
(B) আম্বেদকর
(C) বি. এন. রাও
(D) রাজেন্দ্র প্রসাদ
৭. গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন?
(A) ৪৪৪ জন
(B) ২০৭ জন
(C) ২৯৯ জন
(D) ৫১৪ জন
৮. ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল?
(A) ১৩
(B) ৯
(C) ১৭
(D) ৭
৯. কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়?
(A) ভারতীয় জাতীয় কংগ্রেস
(B) হিন্দু মহাসভা
(C) স্বরাজ্য পার্টি
(D) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
১০. নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি?
(A) মুসলিম লীগ
(B) ভারতীয় জাতীয় কংগ্রেস
(C) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
(D) ওপরের সবকটি
১১. ভারতীয় সংবিধান রচনার সময়কাল হল —
(A) ২ বছর ১১ মাস ১৭ দিন
(B) ১ বছর ১০ মাস ৪ দিন
(C)৩ বছর ৫ মাস ২৯ দিন
(D) ২ বছর ১০ মাস ১৮ দিন
১২. মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ( Article ) ও তফসিল ( schedule ) ছিল?
(A) ৩৯৫ ও ৮
(B) ৪০০ ও ৮
(C)৩০০ ও ১০
(D) ৪৪৮ ও ১২
To check our latest Posts - Click Here