QuizQuiz

বাংলা কুইজ – সেট ৫৫

Bengali Quiz – Set 55

১. বার্বি ডল কোন কাল্পনিক শহরের বাসিন্দা?

উত্তর :
উইলো

২. ইন্দিরা গান্ধী কাপ কোন খেলার সাথে যুক্ত?

উত্তর :
বক্সিং

৩. হায়দ্রাবাদ কোন্ নদীর তীরে অবস্থিত ?

উত্তর :
মুসি

৪. ‘মেসোপটেমিয়া’ শব্দটির অর্থ কী ?

উত্তর :
দুই নদীর মধ্যবর্তী অঞ্চল

৫. মুম্বাই শহরটি কতগুলো দ্বীপ নিয়ে গঠিত?

উত্তর :
৭ টি

৬. নিউট্রন কে আবিষ্কার করেন?

উত্তর :
জেমস চ্যাডউইক

৭. আকবরের পৃষ্ঠপোষকতায় মহাভারতের পারসী অনুবাদ হয় কি নামে?

উত্তর :
রাজন্ নামা

৮. আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?

উত্তর :
লর্ড ডালহৌসি

৯. কোন রাজা, সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য আত্মহত্যা করেন?

উত্তর :
জয়পাল

১০. বিশ্বের সব থেকে বেঁটে মানুষের নাম কি?

উত্তর :
চন্দ্র বাহাদুর দাঙ্গি (২১ ইঞ্চি উচ্চতার নেপালি বৃদ্ধ)

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button