Science
প্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান
Biology – Questions and Answers
১. মরুভূমিতে জন্মানো উদ্ভিদদের কি বলে ?
উত্তর :
জেরোফাইট
২. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে কী বলে?
উত্তর :
নিউরন বা স্নায়ুকোষ
৩. জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ?
উত্তর :
রাইবোজমে
৪. মানুষের দুধের দাঁত কয়টি ?
উত্তর :
২০ টি
৫. মানুষের লালায় কোন এনজাইম থাকে?
উত্তর :
টায়ালিন
৬. প্রোটিনের অভাবে মানবদেহে কি রোগ হয় ?
উত্তর :
কোয়াশিয়রকর
৭. পাইরিয়া কোথায় হয়?
উত্তর :
দাঁতের মাড়ি
৮. কোন জাতীয় উদ্ভিদে সর্বাধিক ক্রোমোজোম থাকে ?
উত্তর :
ফার্ণবর্গীয় উদ্ভিদে
৯. মস্তিস্কের পর্দার নাম কি ?
উত্তর :
মেনিনজেস
১০. পিত্তের বর্ণের জন্য দায়ী কি ?
উত্তর :
বিলিরুবিন
To check our latest Posts - Click Here