Science

বিজ্ঞান – সেট ৩

SCIENCE – SET 3 – Chemistry

১. পেটের “Xray” করানোর আগে রোগীকে কি খাওয়ানো হয়?

উত্তর :
বেরিয়াম সালফেট

২. পারদকে লোহার পাত্রে রাখা হয় কেন?

উত্তর :
পারদ লোহার সাথে কোনোরূপ অ্য়ামালগাম তৈরী করে না

৩. সবথেকে নমনীয় (malleable ) ধাতু কোনটি?

উত্তর :
সোনা

৪. কঠিনতম (Hardest ) ধাতু কোনটি?

উত্তর :
প্ল্যাটিনাম

৫. সবথেকে ভারী ধাতু কোনটি?

উত্তর :
অসমিয়াম

৬. দার্শনিকের উল কাকে বলা হয়?

উত্তর :
জিঙ্ক অক্সাইড

৭. ভোটের কালি হিসেবে কোন পদার্থটি ব্যবহার করা হয়?

উত্তর :
সিলভার নাইট্রেট

৮. ডিম্ খেতে রুপার চামচ ব্যবহার করতে বারণ করা হয় কেন?

উত্তর :
রুপা ডিমের সাথে বিক্রিয়া করে কালো সিলভার সালফাইড উৎপন্ন করে

৯. টিউবলাইটের মধ্যে কিসের বাস্প থাকে?

উত্তর :
মার্কারি এবং আর্গন

১০. ক্যালসিয়াম কার্বাইড জলের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে?

উত্তর :
আসিটিলিন

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button