QuizQuiz

বাংলা কুইজ – সেট ৪৮

Bengali Quiz – Set 48

১. “সেভেন প্যাগোডাস” (Seven Pagodas ) নামে ভারতের কোন মন্দির পরিচিত?

উত্তর :
মহাবলীপুরমের রথ মন্দিরগুলি

২. সিয়াম ( Siam ) কোন দেশের আদিনাম?

উত্তর :
থাইল্যান্ড

৩. ভারতীয় গণপরিষদের (Constituent Assembly ) লোগোতে কোন প্রাণীর ছবি দেখা যায়?

উত্তর :
হাতি

৪. কে ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর :
শুভাঙ্গী স্বরূপ

৫. পৃথিবীর উচ্চতম পোস্ট অফিসটি কোথায়?

উত্তর :
হিকিম, হিমাচলপ্রদেশ

৬. “টাইগার অফ দ্যা স্নোস (Tiger of The Snows ) – কার আত্মজীবনী?

উত্তর :
তেনজিং নোরগে

৭. ভারতের কোন বন্দরটি “ডলফিন নোজ” নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত?

উত্তর :
বিশাখাপত্তনম

৮. ১৯৮২ সালে কলম্বো থেকে কোথায় শ্রীলংকার রাজধানী স্থানান্তর করা হয়?

উত্তর :
শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে

৯. উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে?

উত্তর :
ইলতুৎমিস ( ১২৩৪-১২৩৫ সালে )

১০. “হং-কং” শব্দের অর্থ কি?

উত্তর :
সুগন্ধি বন্দর

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button