Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ৯

Bengali Mythology – Set 9

১. শ্রী বিষ্ণুর সপ্তম অবতার কে?

উত্তর :
শ্রী রাম

২. শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কে?

উত্তর :
শ্রী কৃষ্ণ

৩. জরাসন্ধকে হত্যা কে করেন?

উত্তর :
ভীম

৪. অদ্ভুত রামায়ণ অনুসারে রামায়ণের কটি খন্ড?

উত্তর :
৮ টি

৫. অদ্ভুত রামায়ণের অষ্টম খন্ডে কোন বিষয় বর্ণিত আছে?

উত্তর :
দেবী সীতা এবং সহস্র রাবনের যুদ্ধ ও সীতা দ্বারা সহস্র রাবনের বধ

৬. বালি কার পুত্র ছিলেন?

উত্তর :
ইন্দ্রদেব

৭. সুগ্রীব কার পুত্র ছিলেন?

উত্তর :
সূর্য দেব

৮. হনুমানের শিক্ষা গুরু কে ছিলেন?

উত্তর :
সূর্যদেব

৯. বালি কোথাকার রাজা ছিলেন?

উত্তর :
কিস্কিন্ধা

১০. বালিকে বধ কে করেন?

উত্তর :
শ্রী রাম

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Karmakar

Quiz and GK enthusiast , Active author of the Mythological section of BangalQuiz.in

Related Articles

দেখে নাও
Close
Back to top button