Quiz

বাংলা কুইজ – সেট 88

Bengali Quiz – Set 44

১. কোন রাজ্য সম্প্রতি কাঁঠালকে রাজ্য ফল হিসেবে স্বীকৃতি দিলো?

উত্তর

কেরালা

২. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?

উত্তর

০.১ সেকেন্ড

৩. ভাইপার আইল্যান্ড ভারতের কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

উত্তর

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

৪. ফড়িংয়ের কান কোথায় অবস্থিত?

উত্তর

হাঁটুতে

৫. RBI এর প্রতীকে কোন প্রাণীর ছবি রয়েছে?

উত্তর

বাঘ (পূর্বে সিংহের ছবি ছিল)

৬. ভাস্কো-দা-গামা শহর ভারতের কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

উত্তর

গোয়া

৭. ট্রাম দুর্ঘটনায় কোন বিখ্যাত বাঙালি কবি মারা যান?

উত্তর

জীবনানন্দ দাস

৮. বিশ্ব ডাক দিবস কবে?

উত্তর

১০ই অক্টোবর

৯. বিশুদ্ধ অবস্থায় কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে বেশি?

উত্তর

টাংস্টেন (৩৪২২ °C )

১০. এশিয়া মহাদেশে কটি দেশ রয়েছে ?

উত্তর

৪৮ টি

Tags

Related Articles

Back to top button
Close