Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ৮

Bengali Mythology – Set 8

১. ব্যাসের বর্ণনা শুনে শুনে কে মহাভারত লিখেছিলেন?

উত্তর :
গনেশ

২. প্রভু বিষ্ণুর দশ অবতারের মধ্যে প্রথম অবতার কোনটি?

উত্তর :
মৎস্য

৩. শ্রী রাম কোন যুগে অযোধ্যাতে জন্মেছিলেন?

উত্তর :
ত্রেতা যুগে

৪. শিবের পত্নী সতী কার কন্যা ছিলেন?

উত্তর :
দক্ষ প্রজাপতি

৫. গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে কে এনেছিলেন?

উত্তর :
ভগীরথ

৬. কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন ধরে চলেছিল?

উত্তর :
১৮ দিন

৭. রামায়ণের লেখক বাল্মীকির আসল নাম কি ছিল?

উত্তর :
রত্নাকর

৮. বিরাট রাজ্যে অর্জুন কোন ছদ্মনামে লুকিয়ে ছিলেন?

উত্তর :
বৃহন্নলা

৯. হিন্দু মিথোলজি অনুযায়ী বীণা কে আবিষ্কার করেন?

উত্তর :
নারদ

১০. কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন কে যুদ্ধের ঘটনা রাজা ধৃতরাষ্ট্রকে শোনাতেন?

উত্তর :
সঞ্জয়

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button