Mixed GK QAGeneral Knowledge Notes in Bengali

প্রশ্নোত্তরে ভারতীয় রেল । Q&A on Indian Railways

All About Indian Railways-Questions & Answers

৪১. ভারতীয় রাইলে রঙিন আলোর সিগন্যাল ব্যবহার করা শুরু হয় কত খ্রিষ্টাব্দ থেকে?

উত্তর :
১৯২৮

৪২. পৃথিবী তথা ভারতের প্রথম ডিজেল ট্রেন কত সালে কোথায় চালু হয়?

উত্তর :
১৯৩২ , দার্জিলিং

৪৩. ভারতীয় রেলের জাতীয়করণ কত সালে হয়?

উত্তর :
১৯৫০

৪৪. রাজধানী এক্সপ্রেস কবে চালু হয়?

উত্তর :
১৯৬৯ , ১লা মার্চ ( হাওড়া থেকে নিউ দিল্লী )

৪৫. প্রথম শতাব্দী এক্সপ্রেস চালু হয় কবে?

উত্তর :
১৯৮৮ ( নিউ দিল্লী থেকে ঝাঁসি )

৪৬. প্রথম জন-শতাব্দী এক্সপ্রেস কবে চালু হয়?

উত্তর :
২০০২

৪৭. “Grand Man of Railway ” কাকে বলা হয়?

উত্তর :
জর্জ স্টিফেনসন

৪৮. চিত্তরঞ্জন লোকোমোটিভ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :
১৯৫০

৪৯. জাতীয় রেল মিউজিয়াম দিল্লী থেকে কোথায় স্থানান্তরিত করা হয়েছে?

উত্তর :
রেয়ারি (হরিয়ানা )

৫০. ভারতে রেলওয়ে দিবস প্রতিবছর কবে পালন করা হয়ে থাকে?

উত্তর :
১৬ই এপ্রিল

৫১. উত্তর মধ্য রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
এলাহাবাদ ( বিভাগ – এলাহাবাদ, আগ্রা, ঝাঁসি )

৫২. উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
গোরখপুর ( বিভাগ – ইজ্জতনগর, লখনউ, বারাণসী )

৫৩. উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
জয়পুর ( বিভাগ – জয়পুর, আজমের, বিকানের, যোধপুর )

৫৪. উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
গুয়াহাটি ( বিভাগ – আলিপুরদুয়ার, কাটিহার, লামডিং, রঙ্গিয়া, তিনসুকিয়া )

৫৫. উত্তর রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
দিল্লি ( বিভাগ – দিল্লি, আম্বালা, ফিরোজপুর, লখনউ, মোরাদাবাদ )

৫৬. দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
সেকেন্দ্রাবাদ ( বিভাগ – সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, গুন্টাকল, গুন্টুর, নন্দেদ, বিজয়ওয়াড়া )

৫৭. দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
বিলাসপুর ( বিভাগ – বিলাসপুর, রায়পুর, নাগপুর)

৫৮. দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
কলকাতা ( বিভাগ – আর্দ্রা, চক্রধরপুর, খড়গপুর, রাঁচি )

৫৯. দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
হুবলি ( বিভাগ – হুবলি, বেঙ্গালুরু, মাইসুরু )

৬০. দক্ষিণ রেলের সদর দপ্তর কোথায়?

উত্তর :
চেন্নাই ( বিভাগ – চেন্নাই, মাদুরাই, পলক্কড, সালেম, তিরুচিরাপল্লি, তিরুবনন্তপুরম )

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4Next page
Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

3 Comments

Back to top button