Bengali Quiz – Set 34
১. “New Dimensions of India’s Foreign Policy ” – বইটি কার লেখা?
উত্তর :
অটল বিহারি বাজপেয়ী
২. বিশ্ব হাঁপানি দিবস কবে পালন করা হয়?
উত্তর :
মে মাসের প্রথম মঙ্গলবার
৩. কোন দেশে সব থেকে বেশি জঙ্গল রয়েছে?
উত্তর :
রাশিয়া
৪. “Economic Nightmare of India – Its Cause and Cure ” – বইটি ভারতের কোন প্রধামন্ত্রীর লেখা?
উত্তর :
চৌধুরী চরণ সিং
৫. ১৯৪১ সালে, নেতাজি গৃহবন্দী অবস্থা থেকে পেশোয়ার পালানোর সময় যে গাড়িটি ব্যবহার করেন সেটির নম্বর কি ছিল?
উত্তর :
BLA ৭১৬৯
৬. ভারতের কোন রেলমন্ত্রী পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন?
উত্তর :
লাল বাহাদুর শাস্ত্রী
৭. রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর :
হেনরি ডুরান্ট
৮. জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা কোনটি?
উত্তর :
ডক্টর নো ( Dr. No )
৯. ভারতের ইতিহাসে কোন আইন ‘কালা আইন’ নাম পরিচিত ছিল?
উত্তর :
রাওলাট আইন
১০. মনিপুর শব্দের অর্থ কি ?
উত্তর :
রত্নের রাজ্য
To check our latest Posts - Click Here