QuizQuiz

বাংলা কুইজ – সেট ২৫

১. বর্তমানে দিদি বললে যে রাজনীতিবিদের নাম মনে আসে তিনি হলেন মমতা ব্যানার্জী | কিন্তু এর আগে কোন গান্ধীবাদী নেত্রীকে দিদি বলে ডাকা হতো যিনি বিনোদা ভাবের সাথে “ভুদান” আন্দোলনে যোগ দিয়েছিলেন?

উত্তর :
নির্মলা দেশপান্ডে

২. “চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে” – এটি কার বিখ্যাত উক্তি?

উত্তর :
মহাত্মা গান্ধী

৩. ভারতের কোন রাষ্ট্রপতি লোকসভার স্পিকার ছিলেন?

উত্তর :
নীলম সঞ্জীবা রেড্ডি

৪. মানব দেহের কঠিনতম অংশ কোনটি?

উত্তর :
এনামেল

৫. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর :
আফ্রিকা

৬. কোন দেশের রাজধানী তার প্রথম প্রেসিডেন্টের নাম অনুসারে?

উত্তর :
আমেরিকা ( জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে রাজধানীর নাম হয় ওয়াসিংটন, ডি. সি. )

৭. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে?

উত্তর :
ফতিমা বিবি

৮. নিমাই পণ্ডিত কার কাছ থেকে দীক্ষা নেন?

উত্তর :
ঈশ্বরপুরী

৯. কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়?

উত্তর :
মাদুরাই

১০. মহীশূর রাজ্যের নাম পাল্টে কর্ণাটক হয় কোন বছর?

উত্তর :
১৯৭৩

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button