QuizQuiz

বাংলা কুইজ – সেট ২১

Bangla Quiz- Set 21

বাংলা কুইজ – সেট ২১

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বাংলা কুইজ এর ১০ টি প্রশ্ন ও উত্তর।

১. ভারতের ইতিহাসের জনক ( Father of Indian History) কাকে বলা হয়?

উত্তর :
মেগাস্থিনিস

২. দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন?

উত্তর :
নাসিরুদ্দিন খসরু খাঁ

৩. কোন দেশে সব থেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে?

উত্তর :
ফিনল্যাণ্ড

৪. দ্রুততম সামুদ্রিক প্রাণী কোনটি?

উত্তর :
ব্ল্যাক মার্টিন

৫. পৃথিবীতে বসবাসকারি সব থেকে বড় প্রাণী কোনটি?

উত্তর :
নীল তিমি

৬. ১ টঙ্কা = কত জিতল ?

উত্তর :
৪৮ ( 48)

৭. মানবদেহের সব থেকে বড় অঙ্গ ( Organ ) কোনটি?

উত্তর :
ত্বক ( Skin )

৮. সব থেকে কম সংখ্যক পৌরসভা ভারতের কোন জেলাতে রয়েছে?

উত্তর :
কলকাতা

৯. সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে?

উত্তর :
গোয়া

১০. সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছেন?

উত্তর :
ক্যাথারিন হেপবার্ন

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ২০ ]

To check our latest Posts - Click Here

Telegram

Pratik Mukherjee

Quiz Enthusiast & Quiz master | Assitant Labour Commisioner at Govt.of West Bengal,Labour Dept. | Owner and Founder at The Brainbotic Academy- WBCS Forum GO for GLORY

Related Articles

Back to top button