১. পচিমবঙ্গের কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?
উত্তর :
ড: বিধানচন্দ্র রায়
২. ভারতের প্রথম নিজস্ব ওয়েবসাইট কোনটি?
উত্তর :
rediff.com
৩. “By God’s Decree” – কোন ক্রিকেটার এর আত্মজীবনী?
উত্তর :
কপিল দেব
৪. কার্শিয়াং শব্দটির অর্থ কি ?
উত্তর :
সাদা অর্কিডের দেশ (Land of white Orchid)
৫. আকবরের বন্দুকের নাম কি ছিল?
উত্তর :
সংগ্রাম
৬. আধুনিক জয়পুর শহরের স্থপতি কে?
উত্তর :
বিদ্যাধর ভট্টাচার্য
৭. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমান সব থেকে বেশি?
উত্তর :
মধ্যপ্রদেশ
৮. কোচবিহার জেলার আদি নাম কি ছিল?
উত্তর :
কামতাপুর
৯. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহর কোনটি?
উত্তর :
ফুন্টশেলিং
১০. ৬৩ দিন অনশনের পর কোন বিপ্লবী লাহোর জেলে মারা যান?
উত্তর :
যতীন্দ্রনাথ দাস
To check our latest Posts - Click Here