১. ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর :
হরি সিং
২. Calcutta শহরটির নাম পাল্টে Kolkata হয় কোন সালে?
উত্তর :
২০০১
৩. ভারতের প্রথম রোবট ট্রাফিক পুলিশ কোন শহরে চালু হয়?
উত্তর :
ইন্দোর
৪. রেনাল স্টোন বা কিডনি তে পাথর হয় কোন ভিটামিন এর অভাবে?
উত্তর :
ভিটামিন – A
৫. তিস্তা নদীর ওপরে নির্মিত সেবক এর কাছে ব্রিজ টির নাম কি?
উত্তর :
করোনেশন ব্রিজ ( Coronation Bridge )
৬. উত্তরাখন্ড এর জিম করবেট ন্যাশনাল পার্কের আগের নাম কি ছিল?
উত্তর :
হেইলি ন্যাশনাল পার্ক ( ১৯৩৬ – ১৯৫৪ ) , রামগঙ্গা ন্যাশনাল পার্ক ( ১৯৫৪-১৯৫৫)
৭. কোন বিপ্লবী বাংলার “অগ্নিকন্যা” নাম পরিচিত ছিলেন?
উত্তর :
কল্পনা দত্ত
৮. সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর :
৭
৯. লোকসভায় নো-কোনডিফেন্স মোশন আনার জন্য কমপক্ষে কতজন সদস্যের প্রয়োজন হয়?
উত্তর :
৫০ জন
১০. নর্মদা এবং তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত?
উত্তর :
সাতপুরা
To check our latest Posts - Click Here