বাংলা কুইজ – সেট ৭ – Quiz Questions Bengali
১. বোম্বে শহরটির নাম পাল্টে মুম্বাই হয় কোন সালে?
উত্তর :
১৯৯৫
২. আয়তন অনুযায়ী ভারতের সব থেকে বড় লোকসভা কেন্দ্র কোনটি?
উত্তর :
লাদাখ
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৩ ]
৩. রাজ্যসভায় পশ্চিমবঙ্গের সিট কটি?
উত্তর :
১৬
৪. আলেকজেন্ডার কতদিন ভারতে ছিলেন?
উত্তর :
১৯ মাস
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৪ ]
৫. পুষ্যমিত্র শুঙ্গ কতগুলি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?
উত্তর :
২ টি
৬. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়?
উত্তর :
চন্দ্রগুপ্ত মৌর্য
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৫ | Quiz Questions Bengali ]
৭. পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি ?
উত্তর :
গোপাল
৮. সুদামা গুহা কে নির্মাণ করেন?
উত্তর :
সম্রাট অশোক
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৬ ]
৯. জুনা খাঁ কার প্রকৃত নাম?
উত্তর :
মোহাম্মদ বিন তুঘলক
১০. ওয়াসিংটন কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর :
পোটোম্যাক
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ৭ ]
To check our latest Posts - Click Here