Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

11th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 10th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়?

(A) ১১ই অক্টোবর
(B) ১৩ই অক্টোবর
(C) ১২ই অক্টোবর
(D) ১০ই অক্টোবর

উত্তর
(A) ১১ই অক্টোবর

  • মেয়েদের ক্ষমতায়নের উদ্দেশ্যে প্রতি বছর ১১ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়।
  • এই দিবসটি ২০১১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং প্রথম ২০১২ সালে প্রথম পালিত হয়েছিল।
  • ২০২২ সালের থিম : “Our time is now – our rights, our future”

২. নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি শ্রীনগরে চতুর্থ হেলি-ইন্ডিয়া সামিটের উদ্বোধন করেছেন?

(A) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
(B) অমিত শাহ
(C) জিতেন্দ্র সিং
(D) অনুরাগ ঠাকুর

উত্তর
(A) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

  • বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ১০ই অক্টোবর ২০২২ এ শ্রীনগরে চতুর্থ হেলি-ইন্ডিয়া সামিট ২০২২-এর উদ্বোধন করেছেন।
  • সম্মেলনের থিম: ‘Helicopters for last Mile Connectivity’।
  • ২০২১ সালে উত্তরাখণ্ডের দেরাদুনে তৃতীয় হেলি-ইন্ডিয়া সামিটের আয়োজন করা হয়েছিল।

৩. ISRO এর কোন অরবিটারের এক্স-রে স্পেকট্রোমিটার প্রথমবারের মতো চাঁদে প্রচুর পরিমাণে সোডিয়ামের খোঁজ পেয়েছে?

(A) Chandrayaan-2
(B) Mangalyaan
(C) NISAR
(D) ASTROSAT

উত্তর
(A) Chandrayaan-2

  • চন্দ্রযান-২ অরবিটারের এক্স-রে স্পেকট্রোমিটার ‘CLASS’ প্রথমবারের মতো চাঁদে প্রচুর পরিমাণে সোডিয়াম ম্যাপ করেছে।
  • স্পেকট্রোমিটারের খোঁজের ফলাফল ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিত হয়েছিল।
  • চন্দ্রযান-২ লঞ্চ হয়েছিল: ২২শে জুলাই ২০১৯

৪. কোন জায়গায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভাবী ছাত্রদের জন্য একটি শিক্ষাগত কমপ্লেক্স ‘মোদী শিক্ষানিক সংকুল’-এর প্রথম ফেজ এর উদ্বোধন করেছেন?

(A) আহমেদাবাদ
(B) জয়পুর
(C) নাগপুর
(D) গান্ধীনগর

উত্তর
(A) আহমেদাবাদ

  • প্রধানমন্ত্রী মোদি ১০ই অক্টোবর ২০২২-এ গুজরাটের আহমেদাবাদে অভাবী ছাত্রদের জন্য এই শিক্ষাগত কমপ্লেক্সের উদ্বোধন করেছেন।
  • এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের জন্য সুবিধা প্রদান করা।

৫. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS)-এ নেতৃত্ব প্রদানকারী প্রথম ইউরোপীয় মহিলা কে হলেন?

(A) কায়লা ব্যারন
(B) সামান্থা ক্রিস্টোফোর্টি
(C) ভ্যালেন্টিনা তেরেশকোভা
(D) মেগান ম্যাকআর্থার

উত্তর
(B) সামান্থা ক্রিস্টোফোর্টি

  • ইতালীয় মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) নেতৃত্ব প্রদানকারী প্রথম ইউরোপীয় মহিলা হয়ে উঠেছেন।
  • ৪৫ বছর বয়সী ক্রিস্টোফোর্টি ২০০৯ সালে ইতালির প্রথম মহিলা মহাকাশচারী হয়েছিলেন।

৬. কোন রাজ্য সম্প্রতি কৃষকদের জন্য ‘HIMCAD’ নামে একটি নতুন স্কিম চালু করেছে?

(A) হরিয়ানা
(B) মধ্যপ্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) মহারাষ্ট্র

উত্তর
(C) হিমাচল প্রদেশ

  • হিমাচল প্রদেশের কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য, রাজ্য সরকার ‘HIMCAD’ নামে একটি নতুন প্রকল্প লঞ্চ করেছে।
  • এই স্কিমটি ভাল জল সংরক্ষণ, শস্য বৈচিত্র্যকরণ এবং সমন্বিত চাষের জন্য কৃষকদের সাহায্য করবে।
  • সাম্প্রতিক তথ্য অনুসারে, হিমাচল প্রদেশের প্রায় ৮০% কৃষি এলাকা বৃষ্টিনির্ভর।

৭. RBI সম্প্রতি কোন ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে?

(A) সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের
(B) IDBI ব্যাঙ্ক
(C) UCO ব্যাঙ্ক
(D) জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক

উত্তর
(A) সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের

  • RBI পুনে-ভিত্তিক ‘সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড’-এর লাইসেন্স বাতিল করেছে।
  • ব্যাঙ্কের CEO : এইচ টি মুলানি

৮. কাজাখস্তানে আস্তানা ওপেনের ফাইনালে সম্প্রতি কে তার ৯০তম ATP শিরোপা জিতে নিলেন?

(A) নোভাক জোকোভিচ
(B) ক্যামেরন নরি
(C) নিক কিরগিওস
(D) রজার ফেদারার

উত্তর
(A) নোভাক জোকোভিচ

  • নোভাক জোকোভিচ ১০ই অক্টোবর ২০২২-এ কাজাখস্তানে আস্তানা ওপেনের ফাইনালে স্টেফানোস সিটসিপাসের বিরুদ্ধে জয়ের পর তার ৯০তম ATP শিরোপা জিতে নিয়েছেন।
  • এটি ছিল তার বছরের চতুর্থ শিরোপা।

৯. ৩৬তম জাতীয় গেমসে, মহিলাদের কায়াক ইভেন্টে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছেন?

(A) দীপা কর্মকার
(B) দীপিকা কুমারী
(C) শিখা চৌহান
(D) ঝুলন গোস্বামী

উত্তর
(C) শিখা চৌহান

  • ৩৬ তম জাতীয় গেমসে, মধ্যপ্রদেশের শিখা চৌহান ১০ই অক্টোবর ২০২২-এ মহিলাদের কায়াক ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছেন।
  • পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে তার ষষ্ঠ স্বর্ণপদক জিতে নিয়েছেন শ্রীহরি নটরাজ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button