Polity NotesGeneral Knowledge Notes in Bengali

পাবলিক অ্যাকাউন্টস কমিটি – Public Accounts Committee

Public Accounts Committee

পাবলিক অ্যাকাউন্টস কমিটি – Public Accounts Committee

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো পাবলিক অ্যাকাউন্টস কমিটি  (Public Accounts Committee ) নিয়ে।

পাবলিক একাউন্টস কমিটি কি ?

পাবলিক একাউন্টস কমিটি হল সংসদের অর্থ সম্বন্ধীয় একটি গুরুত্বপূর্ণ কমিটি। ভারত শাসন আইন ১৯১৯ ( মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম ) অনুসারে এই পাবলিক একাউন্টস কমিটির সৃষ্টি হয়েছিল। কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দ্বারা যে রিপোর্ট তৈরী হয় সেটির অডিট করে থাকে এই পাবলিক একাউন্টস কমিটি।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি
প্রতিষ্ঠা১৯২২ সালে
সদস্য সংখ্যা ২২ জন
সদস্যদের নির্বাচন সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একক হস্তান্তর যোগ্য ভোটার ভিত্তিতে
সদস্যদের মেয়াদকাল১ বছর
চেয়ারম্যান   বিরোধী দলনেতা (১৯৬৭ সাল থেকে )
কাজCAG এর রিপোর্টটিকে পর্যবেক্ষণ করে তার একটি সরলতম সংসস্করণ তৈরী করে সেটিকে সংসদে আলোচনার জন্য প্রেরণ করা।
পাবলিক একাউন্টস কমিটিকে বলা হয় – ‘Eyes and Ears of CAG’

পাবলিক একাউন্টস কমিটির সদস্য কতজন  ?

পাবলিক একাউন্টস কমিটির সদস্য সংখ্যা ২২ জন। এদের মধ্যে ১৫ জন লোকসভা ও ৭ জন রাজ্যসভা থেকে নির্বাচিত হন।

পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান

লোকসভার স্পিকার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিযুক্ত করেন। ১৯৬৬ সাল পর্যন্ত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল থেকে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত হতো। কিন্তু ১৯৬৭ সাল থেকে বিরোধী দলনেতা এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

আরও দেখে নাও : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button