Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর অধীনে নিচের কোনটিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে?

(A) খালিস্তান টাইগার ফোর্স
(B) জম্মু ও কাশ্মীর গজনভি ফোর্স
(C) কারওয়ান-ই-ইসলাম
(D) A ও B উভয়

উত্তর
(D) A ও B উভয়

  • স্বরাষ্ট্র মন্ত্রক খালিস্তান টাইগার ফোর্স (KTF), এবং জম্মু ও কাশ্মীর গজনভি ফোর্সকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ এর অধীনে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে।
  • KTF হল একটি জঙ্গি সংগঠন যার লক্ষ্য পাঞ্জাবে সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করা।
  • সংগঠনটি পাঞ্জাবে টার্গেটেড কিলিং সহ বিভিন্ন সন্ত্রাসবাদের প্রচার করছে।
  • জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ দর, মাদকদ্রব্য এবং চোরাচালান এবং সন্ত্রাসী হামলা চালানোর সাথে জড়িত জম্মু ও কাশ্মীর গজনভি বাহিনীকেও পাওয়া গেছে।

২. স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নোক্ত কাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে?

(A) মাওলানা মাসউদ আজহার
(B) হরবিন্দর সিং সান্ধু
(C) হাবিবুল্লাহ মালিক
(D) বিলাল আহমাদ বেঈ

উত্তর
(B) হরবিন্দর সিং সান্ধু

  • স্বরাষ্ট্র মন্ত্রক ১৭ই ফেব্রুয়ারী ২০২৩-এ হারবিন্দর সিং সান্ধু ‘রিন্দা’কে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছে।
  • তিনি সন্ত্রাসী সংগঠন বাব্বার খালসা ইন্টারন্যাশনালের সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে পাকিস্তানের লাহোরে রয়েছেন।
  • তাকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে, বিশেষ করে পাঞ্জাবে জড়িত পাওয়া গেছে।

৩. মহারাষ্ট্রের ২২তম রাজ্যপাল হিসেবে নিম্নোক্ত কে শপথ নিয়েছেন?

(A) সি.পি. রাধাকৃষ্ণন
(B) ফাগু চৌহান
(C) রমেশ বাইশ
(D) লক্ষ্মণ প্রসাদ আচার্য

উত্তর
(C) রমেশ বাইশ

  • রমেশ বাইস ১৮ই ফেব্রুয়ারি ২০২৩-এ মহারাষ্ট্রের ২২ তম রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন।
  • তিনি ভগত সিং কোশিয়ারির স্থলাভিষিক্ত হলেন।
  • এর আগে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন।
  • তিনি ছত্তিশগড়ের রায়পুর থেকে ৭ বারের বিজেপি সাংসদ ছিলেন।

৪. কোন দেশ ভারত থেকে আমদানি করা হিমায়িত সামুদ্রিক খাবারের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে?

(A) ইরান
(B) কাতার
(C) সৌদি আরব
(D) ওমান

উত্তর
(B) কাতার

  • ভারত থেকে আসা কয়েকটি চালান থেকে ভিব্রিও কলেরি ব্যাক্টেরিয়া সনাক্তকরণের পরে ফিফা বিশ্বকাপের ঠিক আগে ২০২২ সালের নভেম্বরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
  • Vibrio cholerae কলেরা রোগের সংক্রমণ ঘটায়।

৫. চেতন শর্মা সম্প্রতি কোন সংস্থা থেকে পদত্যাগ করলেন?

(A) FCI
(B) FICCI
(C) QCI
(D) BCCI

উত্তর
(D) BCCI

  • সিনিয়র পুরুষ ক্রিকেটার নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা BCCI সচিব জয় শাহের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
  • একটি বেসরকারি নিউজ চ্যানেলের স্টিং অপারেশনের পর তিনি এ কাজ করেছেন।

৬. জম্মু ও কাশ্মীরের কোন শহর ৩৩তম পুলিশ-পাবলিক মেলার আয়োজন করছে?

(A) ডোডা
(B) উধমপুর
(C) শ্রীনগর
(D) জম্মু

উত্তর
(D) জম্মু

  • জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ এ জম্মুতে ৩৩ তম পুলিশ-পাবলিক মেলার উদ্বোধন করেছেন।
  • জম্মু ও কাশ্মীর পুলিশ স্ত্রী কল্যাণ সমিতি (JKPWWA) এই মেলার আয়োজন করছে।

৭. নিচের কোন রাজ্য প্রতি বছর State Biodiversity Congress-এর আয়োজন করে?

(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) উত্তরাখণ্ড
(D) মধ্য প্রদেশ

উত্তর
(B) কেরালা

  • কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ১৯শে ফেব্রুয়ারী ২০২৩-এ, কেরালার কোঝিকোড়ে রাজ্য জীববৈচিত্র্য কংগ্রেসের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেছেন।
  • এটি কেরালা রাজ্য জীববৈচিত্র্য বোর্ড দ্বারা ‘Biodiversity and Livelihood’ থিমের অধীনে আয়োজিত হয়েছে।

কেরালা :

  • রাজধানী: তিরুবনন্তপুরম
  • অফিসিয়াল পাখি: গ্রেট হর্নবিল
  • গভর্নর: আরিফ মোহাম্মদ খান

৮. ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের বছরের সেরা ছবির প্রতিযোগিতা জয়ী ভারতীয় বংশোদ্ভূত ফটোগ্রাফারের নাম কি?

(A) অরবিন্দ সুব্রামানিয়াম
(B) অভিজিৎ গাঙ্গুলী
(C) কার্তিক সুব্রামানিয়াম
(D) সুজয় ব্যানার্জি

উত্তর
(C) কার্তিক সুব্রামানিয়াম

  • ভারতীয় বংশোদ্ভূত ফটোগ্রাফার কার্তিক সুব্রামানিয়াম ন্যাশনাল জিওগ্রাফিকের ‘ফটো অফ দ্য ইয়ার’ প্রতিযোগিতা ২০২৩-এ শীর্ষে রয়েছেন।
  • একটি গাছের ডালে বসতি স্থাপনের জন্য সংগ্রামরত একটি ঈগলের একটি আকর্ষণীয় ছবির জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
  • “ড্যান্স অফ দ্য ঈগলস” শিরোনামের তার ছবিটি আলাস্কার চিলকাত বাল্ড ঈগল রিসার্ভে তোলা হয়েছিল।

৯. পাঞ্জাবের প্রথম রাজ্য-স্তরের ‘চিংড়ি মেলা’ কোন জেলায় শুরু হয়েছে?

(A) ফিরোজপুর
(B) মুক্তসার
(C) পাতিয়ালা
(D) জলন্ধর

উত্তর
(B) মুক্তসার

  • পাঞ্জাবের প্রথম রাজ্য-স্তরের ‘চিংড়ি মেলা’ শুরু হয়েছিল ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ এ মুক্তসার জেলার এনাখেরা গ্রামে।
  • চিংড়ি মেলা হল চিংড়ি চাষ সম্পর্কে আরও সচেতনতা তৈরি করতে এবং এতে অংশগ্রহণ করতে লোকেদের উত্সাহিত করার জন্য রাজ্য সরকারের একটি প্রচেষ্টা।
  • চিংড়ি চাষ ২০১৬-১৭ সালে পাঞ্জাবে শুরু হয়েছিল রাজ্যের লবণাক্ত ভূগর্ভস্থ জলকে কার্যকরভাবে ব্যবহার করার লক্ষ্যে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button