QuizQuiz

Jubin Garg Quiz – জুবিন গার্গ কুইজ

MCQ Quiz Questions on Jubin Garg

Jubin Garg Quiz – জুবিন গার্গ কুইজ

জুবিন গার্গ ভারতের এক জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা। তাঁর জন্ম ১৮ নভেম্বর ১৯৭২ সালে আসামের তেজপুরে। ভারতের এই গায়ক অসমীয়া, বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান গেয়েছেন। তাঁর কণ্ঠে “Ya Ali”, “Batasor Gaan”, ও “Yaara” গানগুলো আজও শ্রোতাদের মন জয় করে রেখেছে। বলিউডে “ফিজা” ছবির গান গেয়ে তিনি সারা দেশে খ্যাতি অর্জন করেন। তিনি কেবল গায়ক নন, সঙ্গীত পরিচালক ও অভিনেতা হিসেবেও সমান সফলতা লাভ করেছিলেন।

কিছু দিন আগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নেন। তিনি চলে গেলেও তাঁর গান আমাদের হৃদয়ে চিরকালীন আমার হয়ে থাকবে। আজ আমরা তাই এই মহান গায়কের স্মৃতিতে তাঁর সম্পর্কে একটি ছোট্ট কুইজ সেট তুলে ধরেছি।

১. জুবিন গার্গ ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন ?

(A) আসাম
(B) পশ্চিমবঙ্গ
(C) ত্রিপুরা
(D) মেঘালয়

উত্তর

(D) মেঘালয়
জুবিন গার্গ ভারতের মেঘালয় রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৭২ সালের ১৮ই নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ । করেন।

২. জুবিন গার্গের আসল নাম কি ছিল ?

(A) জুবিন বরঠাকুর
(B) জুবিন ঠাকুর
(C) জুবিন তামাং
(D) জুবিন লেপ্চা

উত্তর

(A) জুবিন বরঠাকুর
জুবিন গার্গের আসল নাম ছিল জুবিন বরঠাকুর। ১৯৯০-এর দশকে তিনি ‘গার্গ’ গোত্রনাম ব্যবহার করে মঞ্চনাম গ্রহণ করেন।

৩. জুবিন গার্গের পিতা পেশায় কি ছিলেন ?

(A) শিক্ষক
(B) ম্যাজিস্ট্রেট
(C) ডাক্তার
(D) গাইড

উত্তর

(B) ম্যাজিস্ট্রেট
জুবিন গার্গের পিতা ছিলেন একজন আমলা এবং সাহিত্যিক। তিনি পেশায় একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন এবং তার কর্মজীবনের কারণে বিভিন্ন স্থানে কাজ করেছেন।

৪. জুবিন গার্গের পিতা কোন ছদ্মনামে কবিতা লিখতেন ?

(A) নবিন গর্গ
(B) সচিন মাহাতো
(C) মোহিনী বোরঠাকু
(D) কপিল ঠাকুর

উত্তর

(D) কপিল ঠাকুর
জুবিন গার্গের পিতা, মোহিনী বোরঠাকুর, “কপিল ঠাকুর” ছদ্মনামে কবিতা লিখতেন। তিনি পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন এবং একইসাথে একজন গীতিকার ও কবি ছিলেন।

৫. কার স্মৃতিতে জুবিন গর্গ ২০০২ সালে ‘শিশু’ (Xixhu) নামক একটি অ্যালবাম প্রকাশ করেন ?

(A) তাঁর পিতা
(B) তাঁর মাতা
(C) তাঁর বোন
(D) তাঁর প্রেমিকা

উত্তর

(C) তাঁর বোন
জুবিন গর্গ ২০০২ সালে তাঁর প্রয়াত বোন জংকি বরঠাকুরের স্মৃতিতে ‘শিশু’ (Xixhu) নামক একটি অ্যালবাম প্রকাশ করেন। তাঁর বোন একজন গায়িকা এবং অভিনেত্রী ছিলেন, যিনি ২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান।

৬. কার কাছ থেকে জুবিন গর্গ তবলা বাজানো শেখেন ?

(A) তাঁর মা
(B) রবিন ব্যানার্জী
(C) সুখদেব সিং
(D) সনি তামাং

উত্তর

(B) রবিন ব্যানার্জী
তিনি ১১ বছর ধরে পণ্ডিত রবীন ব্যানার্জী-এর কাছে তবলা বাজানো শিখেছিলেন।

৭. জুবিন গার্গের প্রথম সোলো অ্যালবাম কোনটি ছিল ?

(A) শিশু
(B) অনামিকা
(C) লাল পাহাড়ি
(D) দিল তুহি বাতা

উত্তর

(B) অনামিকা
জুবিন গার্গের প্রথম সোলো অ্যালবাম ছিল ১৯৯২ সালে প্রকাশিত ‘অনামিকা’। এই অ্যালবামটি তাঁকে অসমীয়া সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত করে এবং এটি তাঁর কর্মজীবনের সূচনা ছিল।

৮. জুবিন গার্গের প্রথম বিহু অ্যালবাম ছিল –

(A) জলে ধীরে
(B) বুলি কলে
(C) অনামিকা
(D) উজান পিরীতি

উত্তর

(D) উজান পিরীতি
জুবিন গার্গের প্রথম বিহু অ্যালবাম ছিল ‘উজান পিৰীতি’। এটি ১৯৯৬ সালে প্রকাশিত হয়েছিল।

৯. ২০০৬ সালে কোন গানটির জন্য তিনি Global Indian Film Awards -এ সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কারটি তুলে নেন ?

(A) ইয়া আলী
(B) লেকার হাম দিওয়ানা দিল (রিমিক্স)
(C) তোমার আমার প্রেম
(D) প্রিয়ারে প্রিয়ারে

উত্তর

(A) ইয়া আলী
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত “গ্যাংস্টার” ছবির “ইয়া আলী” গানটি তাকে সারা ভারতজুড়ে রাতারাতি খ্যাতি এনে দেয়। এই গানটি তাকে ২০০৬ সালে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা প্লেব্যাক গায়কের সম্মান এনে দিয়েছিল।

১০. “বেওয়াফা তেরা মুসকুরানা” গানটির জন্য জুবিন গর্গ কোন পুরস্কার জিতেছিলেন?

(A) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড
(B) আইইফা অ্যাওয়ার্ড
(C) জিমা অ্যাওয়ার্ড
(D) MTV ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড

উত্তর

(C) জিমা অ্যাওয়ার্ড
“বেওয়াফা তেরা মুসকুরানা” গানটির জন্য তিনি সেরা ইন্ডি সিঙ্গেলের গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমি (GIMA) পুরস্কার জিতেছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

11 Comments

  1. Great article! I really appreciate the way you explained everything so clearly – it feels like you put a lot of effort into making it useful for readers. I’ve been exploring different tools and resources myself, It’s been a game changer for me, and reading your post actually gave me even more ideas on how to apply it. Thanks for sharing such valuable insights!

Back to top button