QuizGeneral Knowledge Notes in BengaliQuiz

জাতীয় মহিলা দিবস | National Women’s Day

National Women's Day in India

জাতীয় মহিলা দিবস |  National Women’s Day

আজ ১৩ই ফেব্রুয়ারি। সারা ভারত জুড়ে পালিত হয় জাতীয় মহিলা দিবস। আজকের দিনেই  ১৮৭৯ সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন সরোজিনী নাইডু। তাঁর সম্মানেই প্রতিবছর ১৩ই ফেব্রুয়ারি ভারতে জাতীয় মহিলা দিবস পালন করা হয়ে থাকে।

সরোজিনী নাইডু ছিলেন একজন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তথা বিশিষ্ট বাগ্মী ও ইন্দো-অ্যাংলিয়ান কবি। তিনি ভারতীয় কোকিল নামেও পরিচিত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হওয়ার পাশাপাশি স্বাধীন ভারতের কোন রাজ্যের (উত্তরপ্রদেশ) প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন তিনি।


আরো দেখে নাও : 


অনন্য প্রতিভার অধিকারী সরোজিনী নাইডু  মাত্র ১২ বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষায় বসেন এবং সেই পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ১৬ বছর বয়সে লন্ডন  যান। সেখানে তিনি  কিংস কলেজ এবং পরে কেমব্রিজের গিরটন কলেজে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি কম বয়স থেকেই সরোজিনী নাইডু কবিতাও লিখতেন। তাঁর প্রথম কবিতা সংগ্রহ ‘দ্য গোল্ডেন থ্রেসহোল্ড’ প্রকাশিত হয় ১৯০৫ সালে।

১৯১৪ সালে ইংল্যান্ডে তিনি প্রথম গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং এরপর তিনি গান্ধীজির আদর্শে প্রভাবিত হয়ে নিজের জীবন দেশের সেবায় উৎসর্গ করেন। সরোজিনী নাইডু  গান্ধীজির বহু সত্যাগ্রহে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনের মুখ হিসেবে তাঁকে জেলেও বন্দি করা হয়। অসামান্য প্রতিভাশালী এই বিপ্লবী ও নেতা এবং কবি সরোজিনী নাইডুর জন্মজয়ন্তীই ভারতে জাতীয় মহিলা দিবস হিসেবে পালন করা হয়।

দেখে নেওয়া যাক জাতীয় মহিলা দিবস ও সরোজিনী নাইডু সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর – 

ভারতে জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয়?

১৩ই ফেব্রুয়ারী

কার জন্মদিন ভারতে জাতীয় মহিলা দিবস হিসেবে পালন করা হয়?

সরোজিনী নাইডু

বিশ্ব মহিলা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

৮ ই মার্চ

২০২১ সালের বিশ্ব মহিলা দিবসের থিম কী ?

Women in leadership: Achieving an equal future in a COVID-19 world

৮ ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক মহিলা দিবস হিসেবে কোন সাল থেকে পালন করা হয় ?

১৯৭৭ সাল থেকে

স্বাধীন ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ?

সরোজিনী নাইডু

প্রথম কোন দেশে জাতীয় মহিলা দিবস পালন করা হয়েছিল?

আমেরিকা যুক্তরাষ্ট্র। 

পূর্বে কোন তারিখটি আন্তর্জাতিক মহিলা দিবস হিসেবে পালন করা হত ?

১৯ শে মার্চ

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?

সরোজিনী নাইডু

সরোজিনী নাইডু কংগ্রেসের কানপুর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কত খ্রিস্টাব্দে ?

১৯২৫ খ্রিস্টাব্দে

সরোজিনী নাইডুর আসল নাম কি ?

সরোজিনী চট্টোপাধ্যায়

ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। আসামের নাইটেঙ্গেল নামে পরিচিত –

দিপালী বরঠাকুর

সরোজিনী নাইডুর কিছু বিখ্যাত সাহিত্য কর্ম –

  • Golden Threshold (1905)
  • The Bird of Time: Songs of Life, Death, and the Spring (1912)
  • The Broken Wing: Songs of Love, Death and the Spring, (1917)
  • Muhammad Jinnah: An Ambassador of Unity (1919)
  • The Sceptred Flute: Songs of India, Allahabad: Kitabistan (1943)
  • The Indian Weavers (1971)
  • Feast of Youth
  • The Magic Tree
  • The Wizard Mask

Covered Topics : Sarojini Naidu Birthday, Sarojini Naidu Quiz, Quiz on National Women’s Day

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button