NotesGeneral Knowledge Notes in Bengali

মানবদেহের রোগ ও তাদের জীবাণু নাম তালিকা

মানবদেহের কয়েকটি রোগ ও তাদের জীবাণুর নাম

মানবদেহের রোগ ও তাদের জীবাণু নাম তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো মানবদেহের রোগ ও তাদের জীবাণু নাম তালিকা নিয়ে। ( Name of Some Diseases and their Microbes ) । যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক।

বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা

বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা নিচে দেওয়া রইলো।

Also Check : বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা – PDF

ভাইরাস ঘটিত রোগ

মানবদেহের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।

রোগভাইরাসের নাম
গুটিবসন্তVariola virus (DNA virus)
জলবসন্তVaricella- zoster
পোলিওPoliovirus
মাম্পস্Paramyxovirus (RNA virus)
হামParamyxovirus (RNA virus)
রেবিসRabies lyssavirus
ইনফ্লুয়েঞ্জাA myxovirus (RNA virus)
AIDSRetrovirus (RNA virus)
জিকাZika Virus
রুবেলাRubella virus

Also Check : বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ – PDF

ব্যাকটেরিয়া ঘটিত রোগ

মানবদেহের বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।

রোগব্যাকটেরিয়ার নাম
টাইফয়েডSalmonella typhi
কলেরাVibrio cholera
নিউমোনিয়াStreptococcus pneumoniae
যক্ষাMycobacterium tuberculosis
ডিপথেরিয়াCorynebacterium diphtheria
টিটেনাসClostridium tetani
প্লেগYersinia pestis
কুষ্ঠMycobacterium leprae
হুফিং কফBordetella pertussis
গনোরিয়াNeisseria gonorrhoeae
মেনিনজাইটিসStreptococcus pneumonia
সিফিলিসTreponema pallidum
ফুড পয়সনিংSalmonella spp

Also Check : মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ । চোখের বিভিন্ন রোগের নাম

প্রোটোজোয়া ঘটিত রোগ

মানবদেহের বিভিন্ন প্রোটোজোয়া ঘটিত রোগের তালিকা নিচে দেওয়া রইলো।

রোগপ্রোটোজোয়ার নাম
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াPlasmodium falciparum
কালাজ্বরLeishmania Donovany
ঘুম রোগTrypanosoma gambiense
পায়োরিয়াTrychomonas tusox

ছত্রাক ঘটিত রোগ

মানবদেহের বিভিন্ন ছত্রাক ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।

রোগছত্রাকের নাম
এথলিটস ফুটTrichophyton
রিং ওয়ার্মMicrosporum, Trichophyton

Check  also

বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের শ্বাস অঙ্গ 

বিভিন্ন ফলের ভোজ্য অংশ 

জৈব অ্যাসিড ও তাদের উৎস 

কৃমি ঘটিত রোগ

মানবদেহের বিভিন্ন কৃমি ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।

রোগকৃমির নাম
এসকোরিয়াসিসAscaris Lumbricoides
পিন ওয়ার্মEnterobius vermicularis
ফাইলরিয়েসিসWuchereria Bancrofti

বংশঘটিত রোগ

মানবদেহের বিভিন্ন বংশ ঘটিত রোগের নামের তালিকা নিচে দেওয়া রইলো।

১. হিমোফিলিয়া২. বর্ণান্ধতা
৩. আলবিনিজম৪. সিকল সেল এনিমিয়া
৫. সিজোফ্রেনিয়া৬. মাইগ্রেন
৭. এপিলেপসি 

এই নোটটির PDF ফাইল ডাউনলোড করতে নিচের Download লিঙ্কে ক্লিক করুন

Download Section

  • File Name: Human_Disease
  • File Size: 170 KB
  • No. of Pages: 02
  • Format: PDF
  • Language: Bengali
  • Subject ; Biology

মানবদেহের বিভিন্ন রোগ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর –

কলেরা রোগের জীবাণুর নাম কি ?

কলেরা ভিব্রিও কলেরি (Vibrio cholerae) নামক ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রান্ত্রের একটি সংক্রামক রোগ।

টাইফয়েড রোগের জীবাণুর নাম কি ?

টাইফয়েড জ্বরের কারণ হল সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাকটেরিয়া।

কলেরা একটি কি বাহিত রোগ ?

ব্যাকটেরিয়া

ম্যালেরিয়া কি ঘটিত রোগ ?

ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ । এই রোগের জন্য দায়ী প্লাসমডিয়াম ভাইভ্যাক্স (পি. ভাইভ্যাক্স), প্লাসমডিয়াম ফ্যালসিপেরাম (পি. ফ্যালসিপেরাম), প্লাসমডিয়াম ম্যালেরি (পি. ম্যালেরি) এবং প্লাসমডিয়াম ওভেল (পি. ওভেল) ।

পোলিও কি ঘটিত রোগ?

এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button