General Knowledge Notes in BengaliNotes

SAARC – সার্ক – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা

South Asian Association for Regional Cooperation

SAARC – সার্ক – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা

আজকে আমরা আলোচনা করবো SAARC সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা – নিয়ে ।

সার্ক ( SAARC ) সম্পর্কিত কিছু তথ্য

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ দ্বারা সার্কের পথ চলা শুরু হয়েছিল।

  • পুরো নাম : South Asian Association for Regional Cooperation ( দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা )
  • প্রতিষ্ঠা : ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর ঢাকাতে গঠিত হয়েছিল।
  • সদরদপ্তর : নেপালের কাঠমান্ডু। ১৯৮৭ সালের ১৬ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
  • সার্ক এর জনক : বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান

আরও দেখে নাও : UNESCO – ইউনেস্কো – জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা

প্রশ্নোত্তরে সার্ক

সার্ক এর পূর্ণরূপ কি ?

SAARC-এর পূর্ণরূপ : South Asian Association for Regional Co-operation ।

সার্ক এর প্রতিষ্ঠাতা কে ?

সার্ক এর প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সার্ক সচিবালয় কোথায় অবস্থিত ?

সার্ক সচিবালয় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে ।

সার্ক গঠিত হয় কত সালে ?

সার্ক গঠিত হয় ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর।

সার্কের সদর দপ্তর কবে এবং কে উদ্বোধন করেন?

১৯৮৭ সালের ১৬ই জানুয়ারী নেপালের প্রখ্যাত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব সার্কের সদর দপ্তর উদ্বোধন করেন।

সার্ক এর সদর দপ্তর কোথায় ?

নেপালের কাঠমান্ডুতে ।

সার্কের সদস্য সংখ্যা কত ?

সার্কের সদস্য সংখ্যা ৮টি ।

সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি ?

সার্কের সর্বশেষ বা অষ্টম সদস্য দেশ – আফগানিস্তান (৩ এপ্রিল ২০০৭)

আরও দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ও প্রতিষ্ঠা সাল

সার্ক গঠনের উদ্দেশ্য

  • দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন।
  • অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা স্থাপন।

সার্কের সদস্য দেশ

বর্তমানে সার্কের মোট সদস্য দেশের সংখ্যা ৮টি । এগুলি হল –

নংদেশ
বাংলাদেশ
পাকিস্তান
ভারত
শ্রীলংকা
মালদ্বীপ
নেপাল
ভুটান
আফগানিস্তান
সার্কের অন্তর্গত দেশসমূহ

Note : সার্কের সর্বশেষ সদস্য দেশ হল আফগানিস্তান । ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য হয় ।

আরও দেখে নাও : কোন সংস্থা কোন রিপোর্ট প্রকাশ করে তার তালিকা – PDF

সার্কের সম্মেলন সমূহ

সার্কের কোন শীর্ষ সম্মেলন কোথায় ও কোন সালে হয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া রইলো।

নংসালস্বাগতিক দেশস্থানসভাপতি
১৯৮৫ বাংলাদেশঢাকাআতাউর রহমান খান
১৯৮৬ ভারতবেঙ্গালুরুরাজীব গান্ধী
১৯৮৭   নেপালকাঠমান্ডুমারীচ মান সিং শ্রেষ্ঠা
১৯৮৮ পাকিস্তানইসলামাবাদবেনজীর ভুট্টো
১৯৯০ মালদ্বীপমালেমাওমুন আবদুল গাইয়ূম
১৯৯১ শ্রীলঙ্কাকলম্বোদীনগিরী বান্দা বিজেতুঙ্গে
১৯৯৩ বাংলাদেশঢাকাখালেদা জিয়া
১৯৯৫ ভারতনতুন দিল্লিপি. ভি. নরসিমা রাও
১৯৯৭ মালদ্বীপমালেমাওমুন আবদুল গাইয়ূম
১০১৯৯৮ শ্রীলঙ্কাকলম্বোশ্রীমাভো রাতওয়াতে ডায়াস বন্দরনায়েকে
১১২০০২   নেপালকাঠমান্ডুশের বাহাদুর দেউবা
১২২০০৪ পাকিস্তানইসলামাবাদজাফরুল্লাহ খান জামালী
১৩২০০৫ বাংলাদেশঢাকাখালেদা জিয়া
১৪২০০৭ ভারতনতুন দিল্লিমনমোহন সিং
১৫২০০৮ শ্রীলঙ্কাকলম্বোরত্নাসিরি বিক্রমানায়েকে
১৬২০১০ ভুটানথিম্ফুজিগমে থিনলে
১৭২০১১ মালদ্বীপআদ্দুমোহামেদ নাশিদ
১৮২০১৪   নেপালকাঠমান্ডুসুশীল কৈরালা
১৯২০১৬ পাকিস্তানইসলামাবাদনওয়াজ শরীফ 
List of SAARC summits

সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ

সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহের তালিকা নিচে দেওয়া রইলো।

কেন্দ্র্রর নামসংক্ষিপ্ত নামঅবস্থান
সার্ক কৃষিবিষয়ক কেন্দ্রSACঢাকা, বাংলাদেশ
সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্রSTACকাঠমান্ডু, নেপাল
সার্ক নথিপত্রকরণ কেন্দ্রSDCনয়া দিল্লি, ভারত
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রSHRDCইসলামাবাদ, পাকিস্তান
সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রSVZMCমালদ্বীপ
সার্ক তথ্য কেন্দ্রSICনেপাল
সার্ক শক্তি কেন্দ্রSECপাকিস্তান
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রADMCগুজরাট, গান্ধীনগর ভারত
সার্ক বন গবেষণা কেন্দ্রFFCথিম্পু, ভুটান
সার্ক সাংস্কৃতিক কেন্দ্রSCCশ্রীলঙ্কা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button