Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

30th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 29th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে ‘ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের’ (UPSC) সদস্য হিসাবে শপথ নিলেন?

(A) কিশোর কুমার বাসা
(B) প্রীতি সুদান
(C) পার্থ সতপতী
(D) সঞ্জীব চোপড়া

উত্তর
(B) প্রীতি সুদান

  • প্রাক্তন স্বাস্থ্য সচিব প্রীতি সুদান সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সদস্য হিসাবে শপথ নিয়েছেন।
  • তিনি খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের সচিবের পাশাপাশি নারী ও শিশু উন্নয়ন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন।

২. ২০২৪ সালের মার্চের মধ্যে নিচের কোন এয়ারলাইনটি Tata এর মালিকানাধীন ‘Air India’-এর সাথে একীভূত হবে?

(A) Go First
(B) IndiGo
(C) SpiceJet
(D) Vistara

উত্তর
(D) Vistara

  • ভিস্তারা এয়ারলাইন্স মার্চ ২০২৪ এর মধ্যে টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সাথে একীভূত হবে।
  • সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্স ২০২৪ সালের মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারাকে একীভূত করতে সম্মত হয়েছে, নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে।
  • সিঙ্গাপুর এয়ারলাইন্স এই ইন্টিগ্রেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে এয়ার ইন্ডিয়াতে ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে।

৩. ভারত মালদ্বীপকে কত মার্কিন ডলারের বাজেট সহায়তা প্রদান করেছে?

(A) ৫০ মিলিয়ন
(B) ২০০ মিলিয়ন
(C) ১৫০ মিলিয়ন
(D) ১০০ মিলিয়ন

উত্তর
(D) ১০০ মিলিয়ন

  • ভারত মালদ্বীপকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা করেছে।
  • দেশটির এবং কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মোকাবেলা করছে।

৪. উত্তর প্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) সুজাতা সিং
(B) নীতি দ্বিবেদী
(C) লক্ষ্মী সিং
(D) নীরা রাওয়াত

উত্তর
(C) লক্ষ্মী সিং

  • উত্তরপ্রদেশ সরকার IPS অফিসার লক্ষ্মী সিংকে নয়ডা পুলিশ প্রধান হিসাবে নিযুক্ত করেছে।
  • তিনি গৌতম বুদ্ধ নগরে অলোক সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন এবং ৩০শে নভেম্বর, ২০২২-এ দায়িত্ব গ্রহণ করেছেন।

৫. বিজ্ঞানীরা কোন দেশে বরফে চাপা পরে থাকা ৪৮,৫০০ বছর পুরোনো জম্বি ভাইরাসকে (Zombie Virus) পুনরুজ্জীবিত করেছেন?

(A) আইসল্যান্ড
(B) রাশিয়া
(C) জর্জিয়া
(D) ডেনমার্ক

উত্তর
(B) রাশিয়া

  • ফরাসি বিজ্ঞানীরা রাশিয়ার একটি হিমায়িত হ্রদের নীচে চাপা পড়ে থাকা ৪৮,৫০০ বছরের পুরনো জম্বি ভাইরাসকে পুনরুজ্জীবিত করেছেন।
  • ইউরোপীয় গবেষকরা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের নমুনা পরীক্ষা করে এই ভাইরাসের খোঁজ পেয়েছেন।
  • বিজ্ঞানীরা ১৩টি নতুন প্যাথোজেনকে পুনরুজ্জীবিত এবং চিহ্নিত করেছেন, যাকে তারা ‘জম্বি ভাইরাস’ বলে অভিহিত করেছেন।

৬. পুরুষদের বিশ্বকাপ খেলায় প্রথম মহিলা রেফারি হতে চলেছেন কে?

(A) ইয়োশমিনী ইয়ামাশিতা
(B) কাতেরিনা মনজুল
(C) সালিমা মুকনসাঙ্গা
(D) স্টেফানি ফ্রেপার্ট

উত্তর
(D) স্টেফানি ফ্রেপার্ট

  • ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম মহিলা, যিনি পুরুষদের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন।
  • ১লা ডিসেম্বর কাতারের আল বায়েত স্টেডিয়ামে কোস্টারিকা-জার্মানির ম্যাচে এই ইতিহাস তৈরি হবে।

৭. সম্প্রতি কাকে ‘নিক্ষয় মিত্র’ উদ্যোগের অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে?

(A) দীপা মালিক
(B) নীরজ চোপড়া
(C) পিভি সিন্ধু
(D) অমিতাভ বচ্চন

উত্তর
(A) দীপা মালিক

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভারতের প্যারালিম্পিক কমিটির সভাপতি দীপা মালিককে নিক্ষয় মিত্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করেছে।
  • এটি প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে একটি উদ্যোগ।

৮. নিচের কোন মিউজিয়ামটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ‘UNESCO এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ড ২০২২’ জিতেছে?

(A) CST হেরিটেজ গ্যালারি & রেলওয়ে মিউজিয়াম
(B) ভাউ দাজি লাড মিউজিয়াম
(C) ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়
(D) মণি ভবন

উত্তর
(C) ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়

  • মিউজিয়ামটি ১৯২২ সালে পশ্চিম ভারতের প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button