
বাংলা কুইজ – সেট ১৫৯
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।
১. স্বাধীন ভারতে প্রথম ভোটার(লোকসভা নির্বাচন) হলেন শ্যাম সরন নেগী,তিনি কোন রাজ্যের ভোটার ছিলেন?
উত্তর
হিমাচল প্রদেশ
২. আফ্রিকার কিছু অংশে Beeping ,ইন্দোনেশিয়াতে Memacing এবং নাইজেরিয়াতে Flashing নামে পরিচিত।
ভারতে এটির নাম কী?
উত্তর
মিস কল
৩. Henley Passport Index অনুসারে বর্তমানে (২০২০) পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
উত্তর
জাপান
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৫৫ ]
৪. একজন সাধারণ মানুষের কত গুলি মোলার দাঁত থাকে?
উত্তর
১২ টি
৫. ভারতে প্রথম কোন রাজ্যে মোবাইল ফোন ব্যাবহার করা হয়?
উত্তর
পশ্চিমবঙ্গ
৬. ভারতের কোন রাজ্যে কোন রেল ব্যাবস্থা নেই?
উত্তর
সিকিম
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৫৬ ]
৭. বিশ্বের প্রথম স্মার্ট ফোন কোন কোম্পানি তৈরি করেছিল?
উত্তর
IBM
৮. ভারতে কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়?
উত্তর
জুলাই ২৬
৯. পৃথিবীর প্রথম উটের হাসপাতাল কোন শহরে অবস্থিত?
উত্তর
দুবাই
১০. রাশিয়া থেকে প্রথম চাঁদে গিয়েছিলেন কোন মানব?
উত্তর
কেউ নয়। রাশিয়া এখনো পর্যন্ত কোনো মনোবকে চাঁদে পাঠায়নি