Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩রা ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 2nd February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. MMSC FMSCI ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপে MRF ফর্মুলা 2000 ক্লাসে জাতীয় চ্যাম্পিয়ন হলেন কে?

(A) সাই সঞ্জয়
(B) অম্বিকাসুথান মঙ্গদ
(C) অপর্ণা সেন
(D) ডাঃ সান্দুক রুইত

উত্তর
(A) সাই সঞ্জয়

  • সাই সঞ্জয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে MMSC FMSCI ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপে MRF ফর্মুলা 2000 ক্লাসে জাতীয় চ্যাম্পিয়ন জিতেছেন।
  • তিনি ২০১৫ সালে তার মোটরস্পোর্টে তাঁর ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৮ সালে রোট্যাক্স সিনিয়র ম্যাক্স UAE ভাইস-চ্যাম্পিয়ন হন।

২. সুরাটের ডুমাস বিচে অনুষ্ঠিত উদ্বোধনী ন্যাশনাল বিচ সকার চ্যাম্পিয়নশিপ জিতলো কোন রাজ্য?

(A) ওড়িশা
(B) পাঞ্জাব
(C) গুজরাট
(D) কেরালা

উত্তর
(D) কেরালা

  • কেরালার গোলরক্ষক সন্তোষ কাসমীর টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পান।
  • রাজস্থানের অমিত গোদারা ২৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
  • টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান কেরালার সিজু এস।

৩. কোন ভারতীয় বংশোদ্ভূত আইনপ্রণেতা মার্কিন হাউস ইন্টেলিজেন্স কমিটিতে নিযুক্ত হয়েছেন?

(A) প্রশান্ত আগরওয়াল
(B) ডাঃ অমি বেরা
(C) বিকাশ পুরোহিত
(D) সিবি জর্জ

উত্তর
(B) ডাঃ অমি বেরা

  • ইন্দো-আমেরিকান ডক্টর অমি বেরাকে গোয়েন্দা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনাকারী মার্কিন হাউস কমিটির সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এন্ড হাউস সায়েন্স এবং স্পেস এন্ড টেকনোলজি কমিটিতেও কাজ করেন।

৪. লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মাধবেন্দ্র সিং
(B) প্রশান্ত আগরওয়াল
(C) সিদ্ধার্থ সেমেন্ট অহমেহর্মা
(D) নরেশ লালওয়ানি

উত্তর
(B) প্রশান্ত আগরওয়াল

  • বর্তমানে তিনি নামিবিয়াতে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • IFS অফিসার এম সুব্বারায়ুডু নামিবিয়াতে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • লাওস একটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশ যার রাজধানী ভিয়েনতিয়েন।

৫. সাগর ওরফে বিদ্যাসাগর রেড্ডি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন?

(A) আইনজীবী
(B) ডাক্তার
(C) পরিচালক
(D) ক্রিকেটার

উত্তর
(C) পরিচালক

  • প্রখ্যাত তেলেগু চলচ্চিত্র পরিচালক সাগর ওরফে বিদ্যাসাগর রেড্ডি ২রা ফেব্রুয়ারি, ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
  • ১৯৮৩ সালের রাক্ষসী লোয়া চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ করেন।
  • তিনি তিনবার তেলেগু চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

৬. খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস (KIYG) ২০২২-এ water sport ক্যানোয়িং এবং কায়াকিং-এ কোন রাজ্য চারটি স্বর্ণপদক জিতেছে?

(A) মধ্য প্রদেশ
(B) গুজরাট
(C) উত্তর প্রদেশ
(D) ওড়িশা

উত্তর
(A) মধ্য প্রদেশ

  • নিতিন ভার্মা ওয়াটার স্পোর্টসে রাজ্যের জন্য প্রথম স্বর্ণপদক জিতেছেন।
  • মধ্যপ্রদেশের দেবেন্দর সিং এবং নীরজ ভার্মা ক্যানোয়িংয়ের C-2 ১০০০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।

মধ্য প্রদেশ:

  • মুখ্যমন্ত্রী : শিবরাজ সিং চৌহান।
  • রাজ্যপাল : মাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল।

৭. “সোলিগা ইকারিনাটা” শব্দটি সম্প্রতি সংবাদে দেখা গেছে, এটি কোন প্রাণীর নতুন জেনাস?

(A) সাপ
(B) টিকটিকি
(C) ব্যাঙ
(D) বোলতা

উত্তর
(D) বোলতা

  • গবেষকরা “সোলিগা ইকারিনাটা” নামের বোলতার একটি নতুন জেনাস আবিষ্কার করেছেন।
  • কর্ণাটকের বিলিগিরি রঙ্গনা পাহাড়ের জঙ্গল থেকে এটি আবিষ্কার করা হয়েছে।
  • এটি অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের কীটতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন।
  • চামরাজানগরের বিআর হিলস এবং মালে মহাদেশশ্বরা পাহাড়ে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের নামানুসারে এর নামকরণ করা হয়েছে ‘সোলিগা ইকারিনাটা’।

৮. সম্প্রতি গুলিবিদ্ধ নব কিশোর দাস কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন?

(A) গুজরাট
(B) পশ্চিমবঙ্গ
(C) ওড়িশা
(D) উত্তর প্রদেশ

উত্তর
(C) ওড়িশা

  • পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস।
  • ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগর এলাকার গান্ধী চক-এ একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি প্রয়াত হয়েছেন।
  • বন্দুকধারীর নাম ছিল গোপাল দাস, যিনি গান্ধী চক পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
  • তিনি এর আগে মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button