QuizQuiz

বাংলা কুইজ – সেট ৮৯

Bengali Quiz – Set 89

১. ক‍্যামেলিয়া সাইনেনসিস আমাদের কাছে কি নামে পরিচিত ?

উত্তর :
চা

২. তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :
দ্বারকা

৩. শতকরা হিসাবে ভারতে কোন রাজ‍্যে সবথেকে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করেন?

উত্তর :
হিমাচল প্রদেশ

৪. “সৌরভ গাঙ্গুলি মহারাজা অব দি ক্রিকেট” বইটির রচয়িতা কে ?

উত্তর :
দেবাশিস দত্ত

৫. কত তম সংবিধান সংশোধনীর দ্বারা মৈথিলী ভাষা অষ্টম তফসিলে স্থান পায় ?

উত্তর :
৯২তম সংশোধনী

৬. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ?

উত্তর :
সি. ডি. দেশমুখ

৭. জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশন কোন শহরে হওয়ার কথা ছিল ?

উত্তর :
পুনে

৮. DNA Double Helix Model আবিষ্কার এর জন‍্য কে/ কারা নোবেল পুরস্কার পেয়েছিলেন ?

উত্তর :
ওয়াটসন ও ক্রিক

৯. সুরকার জিৎ গাঙ্গুলী প্রথম কোন বাংলা সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন ?

উত্তর :
প্রেমী

১০. “ছোঁয়াচে কলম” কার লেখা ?

উত্তর :
অনুপম রায়

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Banerjee

Quiz Master and Quiz Enthusiast

Related Articles

Back to top button