সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৪
General Awareness MCQ – Set 134
২৭৬১. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অর্থনীতির একটি অর্গানাইজড সেক্টরের বৈশিষ্ট্য ?
(A) চাকরিগুলি স্বল্প বেতনের এবং প্রায়শই নিয়মিত হয় না
(B) কর্মসংস্থার নিরাপত্তা
(C) ক্ষুদ্র ও বিক্ষিপ্ত ইউনিট নিয়ে গঠিত যা মূলত সরকারের নিয়ন্ত্রণের বাইরে
(D) ওভারটাইম , ছুটি ইত্যাদির কোনও ব্যবস্থা নেই।
অর্গানাইজড সেক্টরের প্রধান বৈশিষ্ট্য
- নিয়মিত ও সুরক্ষিত কর্মসংস্থান।
- তারা সরকার দ্বারা নিবন্ধিত হয়।
- সরকার কর্তৃক নির্ধারিত বিধিবিধি অনুসরণ করুন।
- কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং পদ্ধতি রয়েছে এবং তাই এটিকে একটি সংগঠিত ক্ষেত্র বলা হয়।
২৭৬২. ১৮৫৩ সালে বোম্বেকে কোন শহরের সাথে সংযুক্ত করে একটি রেলপথ স্থাপন করা হয়েছিল ?
(A) থানে
(B) পুনে
(C) নাসিক
(D) সুরাট
২৭৬৩. নিচের কোনটি একটি উষ্ণ সমুদ্র স্রোত ?
(A) গাল্ফ স্ট্রিম
(B) কুড়িল
(C) ক্যানারিস
(D) ল্যাব্রাডর
Cold Current | Trick |
Benguela Current | Be |
Humboldt Current | Humble |
West Australian Current | Australia |
Canaries Current | Can |
California Current | Call |
Labrador Current | Law |
Okhotsk Current | Officer |
West Greenland Current | Green |
Falkland Current | Falkland |
২৭৬৪. লঙ্কা এবং মসলাদার খাবারগুলির ঝালের তীব্রতা পরিমাপ করা হয় কোন এককে ?
(A) স্কোভিল হিট ইউনিট
(B) চার্লটসভিল হিট ইউনিট
(C) হাবানিরো হিট ইউনিট
(D) রিপার হিট ইউনিট
২৭৬৫. নিচের কোনটিকে ‘ভারতের চিংড়ি রাজধানী (Shrimp capital of India )’ বলা হয় ?
(A) ম্যাঙ্গালোর
(B) বিশাখাপত্তনম
(C) নেল্লোর
(D) হায়দ্রাবাদ
২৭৬৬. চীনের জিনজিয়াং প্রদেশ ও লাদখকে কোন গিরিপথ যুক্ত করেছে ?
(A) আঘিল পাস
(B) নিতি পাস
(C) পেনসি লা
(D) লানাক লা
২৭৬৭. নিচের কোন কমিটি ভারতে দুর্নীতির ইস্যুর সাথে জড়িত ?
(A) সান্থানাম কমিটি
(B) মালিমাঠ কমিটি
(C) এ. এন. মোল্লা কমিটি
(D) কৃষ্ণ আইয়ার কমিটি
ভারতে দুর্নীতির সমস্যা মোকাবেলায় সুপারিশ দেওয়ার জন্য লাল বাহাদুর শাস্ত্রী সান্থানাম কমিটি তৈরী করেছিলেন ।
২৭৬৮. হার্টবিট নিয়ন্ত্রণের জন্য নিচের কোন খনিজটি প্রয়োজনীয় ?
(A) সোডিয়াম
(B) গন্ধক
(C) ব্রোমিন
(D) আয়োডিন
২৭৬৯. স্প্যালেরাইট (Sphalerite ) কোন মৌলের আকরিক ?
(A) পারদ
(B) তামা
(C) সীসা
(D) দস্তা
স্প্যালেরাইট হলো জিঙ্কের প্রধান আকরিক ।
২৭৭০. ভারতীয় সংবিধানের কোন তফসিল ভারতের ভাষার সাথে সম্পর্কিত ?
(A) সপ্তম তফসিল
(B) অষ্টম তফসিল
(C) নবম তফসিল
(D) দশম তফসিল
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৩
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩২
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩১
To check our latest Posts - Click Here