সাধারণ জ্ঞান MCQ – সেট ১২১

General Awareness MCQ – Set 121
(A) ডিসেম্বর ১১
(B) ডিসেম্বর ১২
(C) ডিসেম্বর ১৩
(D) ডিসেম্বর ১৪
২৬২২. “Malgudi Days” বইটির রচয়িতা
(A) খুশবন্ত সিং
(B) অরুন্ধতী রায়
(C) অমৃতা প্রীতম
(D) আর. কে. নারায়ণ
২৬২৩. ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম ?
(A) প্রাইমারি সেক্টর
(B) সেকেন্ডারি সেক্টর
(C) টার্শিয়ারি সেক্টর
(D) সেকেন্ডারি ও টার্শিয়ারি সেক্টর দুটিই
প্রাইমারি সেক্টর – ১৭% , সেকেন্ডারি সেক্টর – ৩০% , টার্শিয়ারি সেক্টর – ৫৩% (প্রায় )
২৬২৪. কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর ওপরে অবস্থিত ?
(A) তাপ্তি
(B) সরাবতী
(C) নর্মদা
(D) ইন্দ্রাবতী
২৬২৫. আলমগীরপুর, একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র, বর্তমানে কোন রাজ্যে অবস্থিত ?
(A) রাজস্থান
(B) গুজরাট
(C) উত্তরপ্রদেশ
(D) মধ্যপ্রদেশ
২৬২৬. নিখিল ভারত মুসলিম লীগ সম্পর্কে নিচের কোনটি সঠিক ?
- এটি শুরু করেছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ
- ১৯০৬ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল
- সর্বভারতীয় মুসলিম লীগ বাংলায় স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিল
(A) শুধুমাত্র 1
(B) শুধুমাত্র 2
(C) 1 ও 2 উভয়ই
(D) সবকটি
২৬২৭. ত্রয়োদশ শতাব্দীতে ভারত ভ্রমণকারী পর্যটক মার্কো পোলো কোন দেশ থেকে এসেছিলেন ?
(A) উজবেকিস্তান
(B) ইতালি
(C) পর্তুগাল
(D) ফ্রান্স
মার্ক পোলোর ভারত ভ্রমণ ইতিহাস তাঁর লেখা বই “The Travels of Marco Polo” – তে পাওয়া যায়
২৬২৮. “A Passage to India” – উপন্যাসটি লিখেছেন
(A) সালমান রুশদি
(B) এডওয়ার্ড মরগান ফস্টার
(C) জনাথন সুইফ্ট
(D) ড্যানিয়েল ডিফো
কিছু বিখ্যাত বই
- সালমান রুশদি – The Midnight’s Children, Satanic Verses, Joseph Anton: A Memoir
- এডওয়ার্ড মরগান ফস্টার – A Passage to India, Howards End, A Room with a View
- জনাথন সুইফ্ট – Gulliver’s Travels, A Tale of a Tub, A Modest Proposal, An Argument against Abolishing Christianity
- ড্যানিয়েল ডিফো – The Complete English Tradesman, Robinson Crusoe, The New Family Instructor
২৬২৯. বিশ্ব AIDS দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ডিসেম্বর ১
(B) অক্টোবর ১
(C) জানুয়ারী ২৫
(D) মার্চ ৩
১৯৮৮ সাল থেকে প্রতিবছর ডিসেম্বর ১ – এ বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে ।
২৬৩০. “Unhappy India” বইটির লেখক হলেন
(A) জওহরলাল নেহরু
(B) সঞ্জয় বারু
(C) জয় শঙ্কর প্রসাদ
(D) লালা লাজপত রায়
লালা লাজপত রায় -এর কিছু বিখ্যাত বই
- The Story of My Deportation, 1908
- Arya Samaj, 1915
- The United States of America: A Hindu’s Impression, 1916
- Unhappy India, 1928
- England’s Debt to India, 1917
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২০
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৯
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৮
To check our latest Posts - Click Here