ইতিহাস MCQ – সেট ৫৯ – মধ্য যুগ
History MCQ – Set 59 – Medieval History
BanglaQuiz Question ID : 1065
১. গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন ?
(A) গুরু নানক
(B) গুরু অঙ্গদ
(C) গুরু রামদাস
(D) গুরু অর্জুন
BanglaQuiz Question ID : 1073
২. কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপনা করেছিলেন ?
(A) রাম পাল
(B) গোপাল
(C) ধর্মপাল
(D) দেবপাল
BanglaQuiz Question ID : 1272
৩. মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে “জিন্দাপীর” নামে পরিচিত ছিলেন ?
(A) ঔরঙ্গজেব
(B) আকবর
(C) বাবর
(D) হুমায়ুন
BanglaQuiz Question ID : 1278
৪. [WBCS 2011] তহকক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?
(A) আলবেরুনি
(B) আল-বিলাদরি
(C) সুলেমান
(D) অল-মাসুদি
BanglaQuiz Question ID : 1308
৫. একবিংশ শতকে নির্মিত চন্দ্রগীরি দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) কর্ণাটক
(B) মহারাষ্ট্র
(C) মধ্যপ্রদেশ
(D) অন্ধ্র প্রদেশ
অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত
BanglaQuiz Question ID : 1456
৬. সুলতানা রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন ?
(A) লাহোর
(B) সিন্ধু
(C) ভাতিন্ডা
(D) অমৃতসর
BanglaQuiz Question ID : 1457
৭. কে শিবাজীকে দস্যু সর্দার এবং তাঁর রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেছেন ?
(A) রমেশ চন্দ্র মজুমদার
(B) উইলিয়াম ফিঞ্চ
(C) কাফি খাঁ
(D) ভিনসেন্ট স্মিথ
BanglaQuiz Question ID : 1458
৮. মহম্মদ বিন তুঘলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল ?
(A) টাকা
(B) দিনার
(C) আদল
(D) নিক্স
BanglaQuiz Question ID : 1459
৯. বহলুল লোদী কোন বংশকে প্রতিস্থাপিত করে লোদী বংশের সূচনা করেছিলেন ?
(A) তুঘলক বংশ
(B) খলজি বংশ
(C) সৈয়দ বংশ
(D) মুঘল বংশ
BanglaQuiz Question ID : 1460
১০. কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন ?
(A) সঙ্গম
(B) তুলুভা
(C) সালুভা
(D) আরাভিডু
To check our latest Posts - Click Here