Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১১১

General Awareness MCQ – Set 111

২৫২১. রক্তের সর্বাধিক পরিমাণে কোন কোষ থাকে ?

(A) লিম্ফোসাইট
(B) মনোসাইট
(C) এরিথ্রোসাইট
(D) গ্রানুলোকাইটস

উত্তর :
(C) এরিথ্রোসাইট

২৫২২. ভারতের জনসংখ্যার ইতিহাসের প্রেক্ষাপটে, নিম্নলিখিত বছরগুলির কোনটি  “Year of Great Divide” নামে পরিচিত ?

(A) ১৯২১
(B) ১৯২৫
(C) ১৯১১
(D) ১৯৩১

উত্তর :
(A) ১৯২১

২৫২৩. নিচের কোন শাসক জনসমক্ষে আইনগুলি বিভিন্ন জায়গায় খোদায় করে দিয়েছিলেন ?

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) সমুদ্রগুপ্ত
(D) অশোক

উত্তর :
(D) অশোক

২৫২৪. জুজানা ক্যাপুটোভা কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি ?

(A) চেক প্রজাতন্ত্র
(B) স্লোভাকিয়া
(C) ঘানা
(D) নরওয়ে

উত্তর :
(B) স্লোভাকিয়া

২৫২৫. প্রথম কোন ভারতীয় রমন ম্যাগসেসে এবং ভারত রত্ন দুটিই পেয়েছিলেন ?

(A) ইন্দিরা গান্ধী
(B) অরুণা আসফ আলি
(C) মাদার টেরেজা
(D) আচার্য বিনোদা ভাবে 

উত্তর :
(C) মাদার টেরেজা

মাদার টেরেজা রমন ম্যাগসেসে পুরস্কার পান ১৯৬২ খ্রিস্টাব্দে এবং ভারত রত্ন পান ১৯৮০ খ্রিস্টাব্দে ।


২৫২৬. [RRB JE 19] দেহের হরমোন এবং তাদের ক্রিয়াকলাপের প্রসঙ্গে নীচের কোনটি সঠিক নয় ?

(A) প্রোল্যাকটিন – মহিলাদের যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
(B) প্রোজেস্টেরন – গর্ভাবস্থা সমর্থন করে
(C) অ্যাড্রিনালিন – কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি
(D) অক্সিটোসিন – মাতৃদুগ্ধ নিঃসরণে সহায়তা করে 

উত্তর :
(A) প্রোল্যাকটিন – মহিলাদের যৌন আচরণ নিয়ন্ত্রণ করে

২৫২৭. নিম্নলিখিত কোন সংস্থাটি কোনা (KONA ) নামে বৈদ্যুতিক SUV চালু করেছে ?

(A) মাহিন্দ্রা
(B) হন্ডা
(C) হুন্ডাই
(D) মারুতি সুজুকি

উত্তর :
(C) হুন্ডাই




২৫২৮. দীপিকা কুমারী হলেন একজন 

(A) শ্যুটার
(B) বক্সার
(C) তীরন্দাজ
(D) স্প্রিন্টার 

উত্তর :
(C) তীরন্দাজ

২৫২৯. ভারতীয় সংবিধানের মুখবন্ধ (Preamble )-এ তিন ধরণের বিচারের কথা বলা হয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এতে অন্তর্ভুক্ত নেই ?

(A) সামাজিক ন্যায়বিচার
(B) অর্থনৈতিক বিচার
(C) রাজনৈতিক বিচার
(D) সাংস্কৃতিক বিচার

উত্তর :
(D) সাংস্কৃতিক বিচার

২৫৩০. মানব পাচনতন্ত্রে নিম্নলিখিত এনজাইমগুলির মধ্যে কোনটি প্রোটিনকে পেপটোজ এবং পেপটোনে রূপান্তরিত করে ?

(A) মলটেজ
(B) অ্যামাইলেজ
(C) পেপসিন
(D) লাইপেজ 

উত্তর :
(C) পেপসিন 

আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১১০

সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৯

সাধারণ জ্ঞান MCQ – সেট ১০৮

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button