ইতিহাস MCQ – সেট ৪৯ – প্রাচীন ভারত
History MCQ – Set 49 – Ancient History
২০২১. নন্দ বংশের উচ্ছেদ সাধন করেন
(A) বিম্বিসার
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অজাতশত্রু
(D) পুষ্যমিত্র সুঙ্গ
২০২২. কুষানরা কোন জাতির শাখা ?
(A) মঙ্গল
(B) হিউং-নু
(C) ইউ-চি
(D) টিউটন
২০২৩. ‘মধ্যমিকা সূত্র’-এর রচয়িতা হলেন
(A) অশ্বঘোষ
(B) নাগার্জুন
(C) কুমারলাট
(D) নাগসেন
২০২৪. ‘যুদ্ধ দ্বারা রাজ্যজয়ের নীতি’ – মৌর্য পররাষ্ট্রনীতিতে কি নামে পরিচিত ?
(A) দান
(B) ভেদ
(C) দণ্ড
(D) সাম
২০২৫. ‘শত্রুরাষ্ট্রে বিভেদ সৃষ্টি’ – মৌর্য শাসনে কি নাম পরিচিত ?
(A) ভেদ
(B) সাম
(C) দণ্ড
(D) দান
২০২৬. সেলুকাস কন্যা হেলেনের সাথে কোন ভারতীয় রাজার বিবাহ হয় ?
(A) বিম্বিসার
(B) বিন্দুসার
(C) অশোক
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
২০২৭. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয় ?
(A) বিম্বিসার
(B) বিন্দুসার
(C) অশোক
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
২০২৮. গুপ্ত রাজারা কার উপাসক ছিলেন ?
(A) বিষ্ণু
(B) শিব
(C) শক্তি
(D) লক্ষ্মী
২০২৯. কোন গুপ্ত রাজা বলাগুপ্ত নামে পরিচিত ?
(A) স্কন্দগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় কুমারগুপ্ত
(D) পুরুগুপ্ত
২০৩০. কোন গুপ্ত রাজার মুদ্রাতে গরুড়ের প্রতিকৃতি স্থান পেয়েছিলো ?
(A) স্কন্দগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) কুমারগুপ্ত
To check our latest Posts - Click Here