বিজ্ঞান MCQ – সেট ৪৩ – জীবনবিজ্ঞান
Science MCQ – Set 43 – Biology
১৮৭১. গয়টার বা থাইরয়েড গ্রন্থির অত্যধিক বৃদ্ধি কিসের অভাবে হয় ?
(A) আয়োডিন
(B) আইরন
(C) ক্যালসিয়াম
(D) পটাসিয়াম
১৮৭২. মানবদেহে ভিটামিন A কোথায় সঞ্চিত থাকে ?
(A) লিভার
(B) ত্বক
(C) ফুসফুস
(D) বৃক্ক
১৮৭৩. যে সমস্ত গাছের ফুল হয় না তাদের বলা হয়
(A) Phanerogams
(B) Bryophytes
(C) Thallophytes
(D) Cryptogams
১৮৭৪. মানুষের ব্রেনের ওজন প্রায়
(A) ১.৬৪ kg
(B) ১.৩৬ kg
(C) ১.৪৬ kg
(D) ১.৬৩ kg
১৮৭৫. অস্টিওসাইট কোথায় দেখতে পাওয়া যায় ?
(A) হাঁড়
(B) রক্ত
(C) প্লীহা
(D) কার্টিলেজ
১৮৭৬. ছত্রাকের অধ্যয়নকে বলা হয়
(A) প্যারাসিটোলজি
(B) ব্যাক্টেরিওলজি
(C) মাইকোলজি
(D) ফাইকোলজি
১৮৭৭. ফার্ন গাছ কোন বর্গের ?
(A) Gymnosperms
(B) Angiosperms
(C) Thallophyta
(D) Pteridophyta
১৮৭৮. ব্রায়োফাইটসকে বলা উদ্ভিদজগতের
(A) স্তন্যপায়ী
(B) উভচর
(C) সরীসৃপ
(D) কীটপতঙ্গ
১৮৭৯. উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত ?
(A) সেলুলোজ
(B) গ্লুকোজ
(C) ফ্রুকটোজ
(D) সুক্রোজ
১৮৮০. আফিম গাছের কোন অংশ থেকে মরফিন পাওয়া যায় ?
(A) পাতা
(B) কান্ড
(C) ছাল
(D) ফলের ত্বক
To check our latest Posts - Click Here