বিজ্ঞান MCQ – সেট ৪০
Science MCQ – Set 40
১৮১১. নিচের কোন সমযোজী যৌগটি জলে দ্রবীভূত হয় না ?
(A) চিনি
(B) গ্লুকোজ
(C) এমোনিয়া
(D) কার্বন টেট্রাক্লোরাইড
১৮১২. তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎপ্রবাহ
(A) সমপ্রবাহ (DC)
(B) পরিবর্তী প্রবাহ (AC)
(C) সমপ্রবাহ (DC) ও পরিবর্তী প্রবাহ (AC)
(D) কোনোটিই নয়
১৮১৩. থার্মিট্ পদ্বতিতে নিষ্কাশন করা হয়
(A) Cr
(B) Fe
(C) Mn
(D) Au
১৮১৪. একটি ত্রিবন্ধন যুক্ত জৈব যৌগ হল
(A) CH4
(B) C2H4
(C) C2H2
(D) CH3COOH
১৮১৫. অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসেবে নেওয়া হয়
(A) N2 ও O2
(B) NO ও O2
(C) NH3 ও O2
(D) N2 ও H2
১৮১৬. কোনটি গ্রীনহাউস গ্যাস নয় ?
(A) O2
(B) N2O
(C) CO2
(D) CFC
১৮১৭. পরমশূন্য উষ্ণতার মান হল
(A) -273 K
(B) 0°
(C) 273° C
(D) – 273° C
১৮১৮. হাইড্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্পঘনত্ব ও আণবিক গুরুত্বের অনুপাত
(A) ২:১
(B) ১:২
(C) ১:১
(D) ১:৩
১৮১৯. মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের নূন্যতম দুরত্ব হল
(A) ০.২৫ মিটার
(B) ০.২৫ সেন্টিমিটার
(C) ২.৫ সেন্টিমিটার
(D) ২.৫ মিটার
১৮২০. ভেদন ক্ষমতার বিচারে α , β ও γ রশ্মির ক্রম হল
(A) α > β > γ
(B) β > α > γ
(C) γ > α > β
(D) γ > β > α
To check our latest Posts - Click Here
lekhar size ta boro hole valo hoi
লেখা গুলোর font size তো ঠিকি আছে ।
Yes thak u