ভূগোল MCQ – সেট ৩২
Geography MCQ – Set 32
১৬৯১. মরুভূমি ছাড়া বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়
(A) ব-দ্বীপ অঞ্চলে
(B) উপকূলে
(C) পর্বতের পাদদেশে
(D) মেরু অঞ্চলে
১৬৯২. প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হল
(A) ল্যাব্রাডর স্রোত
(B) ক্যানারি স্রোত
(C) পেরু স্রোত
(D) গ্রীনল্যান্ড স্রোত
১৬৯৩. রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুস্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তার নাম হলো
(A) চিনুক
(B) ফন
(C) সিরোক্কো
(D) মিস্ট্রাল
১৬৯৪. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো
(A) ১ ঘন্টা ১৩ মিনিট
(B) ১২ ঘন্টা ২৬ মিনিট
(C) ২৪ ঘন্টা ৫২ মিনিট
(D) ২৪ ঘন্টা
১৬৯৫. জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলে
(A) কম্পাউন্ডিং
(B) ল্যান্ডফিল
(C) কম্পোস্টিং
(D) ওভারসিলিং
১৬৯৬. অরুণাচল প্রদেশ রাজ্যটি গঠিত হয়
(A) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(B) ১৯৯৩ খ্রিস্টাব্দে
(C) ২০০০ খ্রিস্টাব্দে
(D) ১৯৮৭ খ্রিস্টাব্দে
১৬৯৭. ভারতের দীর্ঘতম গিরিপথটি হল
(A) জোজিলা
(B) বুন্দিলপীর
(C) বানিহাল
(D) খারদুংলা
এটি জওহর টানেল নামেও পরিচিত ।
১৬৯৮. ভারতের দীর্ঘতম নদীবাঁধটি গড়ে উঠেছে কোন নদীতে ?
(A) শতদ্রু
(B) মহানদী
(C) ব্রহ্মপুত্র
(D) কাবেরী
১৬৯৯. ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানি
(A) SAIL
(B) TATA
(C) JINDAL
(D) RINL
১৭০০. ভারতের উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে
(A) SOI
(B) NATMO
(C) ISRO
(D) DRDO
To check our latest Posts - Click Here