বিজ্ঞান MCQ – সেট ২৯ – রসায়ন
Science MCQ – Set 29 – Chemistry
১২৮১. এসিটিক অ্যাসিড কোন নামে বেশি পরিচিত ?
(A) কস্টিক সোডা
(B) স্পিরিট
(C) বেকিং সোডা
(D) ভিনিগার
১২৮২. বিশুদ্ধ জলের pH মাত্রা কত ?
(A) ০
(B) ১
(C) ৭
(D) ৫
১২৮৩. অ্যাসিড সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় ?
(A) জলীয় দ্রবণে H + উৎপন্ন করে
(B) বেশির ভাগ অ্যাসিডে হাইড্রোজেন থাকে
(C) অ্যাসিড নীল লিটমাসকে লাল করে
(D) জলীয় দ্রবণে অ্যাসিড তড়িৎ কুপরিবাহী
১২৮৪. মহাকাশে জ্বালানি যাতে জমে না যায় তার জন্য জ্বালানির সাথে কি মেশানো হয় ?
(A) বেঞ্জিন
(B) গ্লাইকল
(C) এসিটিলিন
(D) এস্টার
১২৮৫. কারনোটাইট কার একটি গুরুত্বপূর্ণ আকরিক ?
(A) বেরিলিয়াম
(B) ক্রোমিয়াম
(C) ইউরেনিয়াম
(D) কপার
১২৮৬. ম্যালাসাইট কার আকরিক ?
(A) সীসা
(B) ম্যাঙ্গানিজ
(C) মার্কারি
(D) কপার
১২৮৭. সোডিয়াম হেক্সামেটাফসফেটের বাণিজ্যিক নাম কি ?
(A) পারমুটিট
(B) জিওলাইট
(C) ট্রিপমা
(D) ক্যালগন
১২৮৮. “উড স্পিরিট” নামে নিচের কোন যৌগটি পরিচিত ?
(A) মিথাইল এলকোহল
(B) ইথাইল এলকোহল
(C) ডাইমিথাইল ইথার
(D) ডাইইথাইল ইথার
১২৮৯. ডিনেচার্ড স্পিরিট প্রধানত কি হিসেবে ব্যবহৃত হয় ?
(A) জ্বালানিরূপে
(B) ঔষধ রূপে
(C) পানীয় প্রস্তুতিতে
(D) বার্নিশ প্রস্তুতিতে দ্রাবকরূপে
১২৯০. কার্বলিক অ্যাসিড অপর কি নামে পরিচিত ?
(A) ফেনল
(B) বেঞ্জিন
(C) জাইলিন
(D) রেসরসিনল
To check our latest Posts - Click Here