বিজ্ঞান MCQ – সেট ২৮ – জীবনবিজ্ঞান
Science MCQ – Set 28 – Life Science
১২৪১. রক্ত থেকে ইউরিয়ার পৃথকীকরণ হয় –
(A) অন্ত্রে
(B) পাকস্থলীতে
(C) প্লীহাতে
(D) বৃক্কে
১২৪২. প্রতি মিনিটে গড়ে কত পরিমান রক্ত বৃক্কে প্রবাহিত হয় ?
(A) ১০০০ সিসি
(B) ১২০০ সিসি
(C) ২০০ সিসি
(D) ৫০০ সিসি
১২৪৩. ভিটামিন B6 এর রাসায়নিক নাম হল –
(A) নিয়াসিন
(B) টোকোফেরল
(C) পাইরিডক্সিন
(D) রেটিনল
১২৪৪. গাছ তার পোষক তত্ত্ব ( Nutrients ) পায় প্রধানত –
(A) বায়ুমণ্ডল থেকে
(B) ক্লোরোফিল থেকে
(C) সূর্যকিরণ থেকে
(D) মাটি থেকে
১২৪৫. অ্যাসিড সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় ?
(A) জলীয় দ্রবণে H + উৎপন্ন করে
(B) বেশির ভাগ অ্যাসিডে হাইড্রোজেন থাকে
(C) অ্যাসিড নীল লিটমাসকে লাল করে
(D) জলীয় দ্রবণে অ্যাসিড তড়িৎ কুপরিবাহী
১২৪৬. কোন ভাইরাস অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে ?
(A) ই. কোলাই
(B) ল্যাকটোব্যাসিলাস
(C) ক্লস্ট্রিডিয়াম টিটেনি
(D) সালমোনেল্লা টাইফি
১২৪৭. প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটির নাম কি ?
(A) লাইসোজোম
(B) প্লাস্টিড
(C) রাইবোজোম
(D) সেন্ট্রোজোম
১২৪৮. যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী ভাইরাস সংক্রমণে সাহায্য করে তাদের বলে –
(A) ভিরিয়ন
(B) ভাইরয়েড
(C) ভেক্টর
(D) ক্যারিয়ার
১২৪৯. “জার্মপ্লাসম মতবাদ” -এর প্রবক্তা হলেন –
(A) হুগো দ্য ভ্রিস
(B) জেনোফেন
(C) ভাইসম্যান
(D) ল্যামার্ক
১২৫০. নিচের কোন উদ্ভিদের স্টোমাটা রাত্রে খোলে এবং দিনে বন্ধ থাকে ?
(A) জলপদ্ম
(B) ক্যাকটাস
(C) সূর্যমুখী
(D) ফার্ন
To check our latest Posts - Click Here