ইতিহাস MCQ – সেট ৩১ – প্রাচীন ভারত
Ancient History MCQ – Set 31
৬৬১. পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে ?
(A) শতদ্রু
(B) সোহান
(C) ইরাবতী
(D) চন্দ্রভাগা
৬৬২. কোন যুগ কোয়ার্টজ যুগ নাম পরিচিত ছিল ?
(A) তাম্র-ব্রোঞ্জ যুগ
(B) মধ্যপ্রস্তর যুগ
(C) নব্য প্রস্তর যুগ
(D) প্রাচীন প্রস্তর যুগ
৬৬৩. চাকা আবিষ্কার হয় কোন যুগে ?
(A) প্রাচীন প্রস্তর যুগ
(B) মধ্যপ্রস্তর যুগ
(C) নব্য প্রস্তর যুগ
(D) তাম্র-ব্রোঞ্জ যুগ
৬৬৪. কোথায় প্রভুর সাথে কুকুরকে কবর দেওয়ার প্রমান মিলেছে ?
(A) বারদাহমে
(B) আদমগড়ে
(C) ভীমবেদকায়
(D) ইনাম গাওঁ – তে
৬৬৫. [WBCS Preli 13] বুদ্ধ জন্মগ্রহণ করেন –
(A) ৫২৩ খ্রিস্টপূর্বাব্দে
(B) ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে
(C) ৬২৩ খ্রিস্টপূর্বাব্দে
(D) ৬০২ খ্রিস্টপূর্বাব্দে
৬৬৬. [WBCS Preli 09] সর্বশেষ তীর্থঙ্করের নাম কি ?
(A) পার্শ্বনাথ
(B) মহাবীর
(C) সিদ্ধার্থ
(D) শীলভদ্র
৬৬৭. [Psc Misc Preli 00] মিনান্দার ছিলেন –
(A) আর্যনেতা
(B) ইন্দো-গ্রিক রাজা
(C) আলেক্সজান্ডারের সেনাপতি
(D) দ্রাবিড় রাজা
৬৬৮. [WBCS Preli 11] বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার করেন কোথায় ?
(A) কুশীনগর
(B) বোধগয়া
(C) কাশী
(D) সারনাথ
৬৬৯. [PSC Misc Preli 04] মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয় ?
(A) বৈশালী
(B) পাবাপুরী
(C) লুম্বিনী
(D) পাটলিপুত্র
৬৭০. [WBCS Preli 11] প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল ?
(A) ১৬
(B) ২২
(C) ২৩
(D) ২৪
To check our latest Posts - Click Here