ভূগোল MCQ – সেট ১৯
ভূগোল MCQ – সেট ১৯
৬৩১. [WBCS Preli 13] নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?
(A) অমরকণ্টক মালভূমি
(B) বিন্ধ্য পর্বতমালা
(C) মাইখাল পর্বতমালা
(D) পালনি পর্বত
৬৩২. [WBCS Preli 13] কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
(A) শতদ্রু
(B) ইরাবতী
(C) চন্দ্রভাগা
(D) ঝিলম
৬৩৩. [WBCS Preli 12] সিন্ধু নদের উৎপত্তি হচ্ছে –
(A) শেষনীল হ্রদ
(B) ভিমতাল হ্রদ
(C) নামের হ্রদ
(D) মানস সরোবর
৬৩৪. [WBCS Preli 12] নর্মদা প্রবাহিত হয় নিম্নলিখিত উপত্যকা দিয়ে
(A) Syndinal উপত্যকা
(B) U -আকৃতির উপত্যকা
(C) চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা
(D) বদ্বীপ
৬৩৫. [WBCS Preli 12] গঙ্গা নদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় –
(A) বদ্বীপ
(B) মোহনা
(C) পাখির পায়ের আকৃতির বদ্বীপ
(D) চ্যুতি রেখা
৬৩৬. [WBCS Preli 10] ভাকরা – নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
(A) ঝিলম
(B) শতদ্রু
(C) ইরাবতী
(D) সিন্ধু
৬৩৭. [WBCS Preli 10] কপিলধারা জলপ্রপাতের অবস্থান –
(A) শোন্ নদীর ওপরে
(B) চম্বল নদীর ওপরে
(C) নর্মদা নদীর ওপরে
(D) কৃষ্ণা নদীর ওপরে
৬৩৮. [WBCS Preli 10] নাগার্জুন সাগর বহুমুখী বাঁধ নিম্নলিখিত কোন নদীটির ওপরে অবস্থিত ?
(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) তুঙ্গভদ্রা
(D) শোন্
৬৩৯. [WBCS Preli 09] পৃথিবীর বৃহত্তম বদ্বীপ –
(A) গাঙ্গেয় বদ্বীপ
(B) মিসিসিপি বদ্বীপ
(C) ইরাবতী বদ্বীপ
(D) গোদাবরী বদ্বীপ
৬৪০. [PSC Misc Preli 01] শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
(A) কাবেরী
(B) গোদাবরী
(C) কৃষ্ণা
(D) মহানদী
To check our latest Posts - Click Here