ইতিহাস MCQ – সেট ২৯ – প্রাচীন ভারত
History MCQ – Set 29 – Ancient History
৫৬১. অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে ?
(A) জাতক
(B) রামায়ণ
(C) মহাভারত
(D) মেঘদূত
৫৬২. নিচের কোন গ্রন্থটি জ্যোতিষশাস্ত্রের ওপর রচিত ?
(A) শব্দচন্দ্রিকা
(B) মিতাক্ষরা
(C) পঞ্চসিদ্ধান্তিকা
(D) মধ্যমিকাসূত্র
৫৬৩. ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমান মিলেছে –
(A) হরপ্পাতে
(B) লোথালে
(C) কালিবঙ্গানে
(D) চানহুদরোতে
৫৬৪. “হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার” বলা হয় কোন শহরটিকে ?
(A) রোপার
(B) কালিবঙ্গান
(C) ধোলাভিরা
(D) লোথাল
৫৬৫. হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নাম পরিচিত ?
(A) হরপ্পা
(B) লোথাল
(C) কালিবঙ্গান
(D) রোপার
৫৬৬. সিন্ধুসভ্যতার কার্পাস বস্ত্র কোথায় “সিন্ধম” নাম পরিচিত ছিল ?
(A) মেসোপটেমিয়া
(B) ব্যাবিলন
(C) মিশর
(D) ব্যাকট্রিয়া
৫৬৭. কোন সভ্যতায় সাধারণত পশুপাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হত ?
(A) মেহেরগড় সভ্যতা
(B) হরপ্পা সভ্যতা
(C) বৈদিক সভ্যতা
(D) ব্যাবিলনীয় সভ্যতা
৫৬৮. বৈদিক যুগে আর্যরা কি দিয়ে বাড়িঘর তৈরী করতো ?
(A) রোদে শুকানো ইঁট
(B) পোড়া ইঁট
(C) বাঁশ ও খড়
(D) পাথর
৫৬৯. ঋগবেদে “অঘ্ন্য” ( হননযোগ্য নয় ) শব্দটি কোন ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে ?
(A) ব্রাহ্মণ
(B) নারী
(C) গাভী
(D) রাজন
৫৭০. “কার্পাস” শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায় ?
(A) মনু
(B) পানিনি
(C) পতঞ্জলি
(D) কণাদ
To check our latest Posts - Click Here