Economy MCQ

অর্থনীতি MCQ – সেট ৩

Economics MCQ – Set 3

91. ১৯৩৪ সালে “Planned economy for India ” বইটি কে লেখেন?

(A) জওহরলাল নেহেরু
(B) প্রশান্ত চন্দ্র মহলানবিশ
(C) মেঘনাদ সাহা
(D) এম. বিশ্বেসরাইয়া

উত্তর :
(D) এম. বিশ্বেসরাইয়া

92. ভারতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয়?

(A) জাতীয় উন্নয়ন পরিষদ
(B) গবেষণা কার্যসূচি কমিশন
(C) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
(D) প্রধানমন্ত্রী

উত্তর :
(A) জাতীয় উন্নয়ন পরিষদ

93. ভারতে পরিকল্পনা খাতে ব্যয়িত অর্থের মূল উৎস – 

(A) আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে গৃহীত ঋণ
(B) ভারতে অর্জিত বিদেশি মুদ্রা সঞ্চয়
(C) কনসোলিডেটেড ও কন্টিজেন্সি ফান্ডে রক্ষিত অর্থ
(D) অভ্যন্তরীণ ঋণ ও অন্যান্য পুঁজি

উত্তর :
(C) কনসোলিডেটেড ও কন্টিজেন্সি ফান্ডে রক্ষিত অর্থ

94. ১৯৪৫ সালে “জনতার পরিকল্পনার” ধারণা জনসমক্ষে আনেন – 

(A) এন. শ্রীনিবাস
(B) এম. শ্রীধরণ
(C) এম. এন. রাও
(D) জওহরলাল নেহেরু

উত্তর :
(C) এম. এন. রাও

95. “প্ল্যান হলিডে” বা পরিকল্পনা বিরতি বলা হয় কোন সময়কে?

(A) ১৯৬৬-৬৯
(B) ১৯৯৬-৯৭
(C) ১৯৭৭-৭৮
(D) ১৯৯০-৯২

উত্তর :
(A) ১৯৬৬-৬৯ 



96. কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিতে?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর :
(C) তৃতীয়

97. কোন পরিকল্পনাতে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক  হয়েছিল?

(A) দ্বিতীয়
(B) তৃতীয়
(C) চতুর্থ
(D) পঞ্চম

উত্তর :
(B) তৃতীয়

98. বহতা পরিকল্পনার (Rolling Plan ) কার্যকরী সময়কাল – 

(A) ১৯৭৭-৮০
(B) ১৯৭৯-৮০
(C) ১৯৭৮-৮০
(D) ১৯৮০-৮১

উত্তর :
(C) ১৯৭৮-৮০

99. আদমশুমারি ২০১১ অনুযায়ী  পশ্চিমবঙ্গের শিক্ষার শতকরা হার কত 

(A) ৭৪.১৪
(B) ৭৬.২৬
(C) ৬৬.৫৭
(D) ৮১.৬৯

উত্তর :
(B) ৭৬.২৬ 

100. [WBCS Preli 12] উচ্চ জন্মহার কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত?

(A) মহিলা সাক্ষরতার উচ্চ হার
(B) মহিলা সাক্ষরতার নিম্ন হার
(C) পুরুষ সাক্ষরতার উচ্চ হার
(D) উপরোক্ত কোনোটিই নয়

উত্তর :
(B) মহিলা সাক্ষরতার নিম্ন হার

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button