
ইতিহাস MCQ – সেট ১৬ – মধ্যযুগ
History MCQ – Set 16 – Medieval History
31. [WBCS Preli 12] কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
(A) জাহাঙ্গীর
(B) ঔরঙ্গজেব
(C) শাহজাহান
(D) বাহাদুর শাহ
(C) শাহজাহান
32. [WBCS Preli 10] ইবাদৎখানা কি ?
(A) গ্রন্থ
(B) সৌধ
(C) নতুন ধর্ম
(D) ধর্মীয় আলোচনার জন্য ঘর
(D) ধর্মীয় আলোচনার জন্য ঘর
33. [WBCS Preli 00] কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন?
(A) গোবিন্দ সিং
(B) রামদাস
(C) তেগ বাহাদুর
(D) গুরু নানক
(C) তেগ বাহাদুর
34. [WBCS Preli 03] কে “হিন্দু-পাদ-পাদশাহী” কে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছিলেন?
(A) বাজিরাও – ১
(B) বালাজি বিশ্বনাথ
(C) শিবাজী
(D) ভাস্কর পন্ডিত
(A) বাজিরাও – ১
35. [WBCS Preli 09] দস্তক কি?
(A) ক্লাইভের রচিত বই
(B) ফ্রি পাস
(C) বিনাশুল্কে ব্যবসা
(D) মুঘল সম্রাটের সহায়তা
(C) বিনাশুল্কে ব্যবসা
36. [WBCS Preli 09] ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ কে প্রচলন করেন?
(A) বলবন
(B) শের শাহ
(C) আলাউদ্দিন খলজি
(D) ইলতুৎমিস
(B) শের শাহ
37. [WBCS Preli 11] “দীন-ই-ইলাহি” – কে প্রবর্তন করেন?
(A) আকবর
(B) ফিরোজ-শাহ-তুঘলক
(C) ঔরঙ্গজেব
(D) কবির
(A) আকবর
38. অষ্ট প্রধান কি?
(A) আটটি মন্দিরের সারি
(B) আটটি রথ
(C) শিবাজীর আটজনের মন্ত্রী পরিষদ
(D) মুঘল বাহিনীর আট সেনানি
(C) শিবাজীর আটজনের মন্ত্রী পরিষদ
39. [WBCS Preli 01] শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান?
(A) রাইসিনা
(B) রণথম্বোর
(C) মেবার
(D) কালিঞ্জর
(D) কালিঞ্জর
40. [WBCS Preli 01] কোন রাজ্যের রাজা আকবরের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন?
(A) জয়পুর
(B) রণথম্বোর
(C) মেবার
(D) সুরাট
(A) জয়পুর
Comments are closed.