Bengali Quiz – Set 73
১. “কুইন অফ গ্লোরি” – উপন্যাসটিতে কার জীবনের বর্ণনা রয়েছে?
উত্তর :
রানী লক্ষ্মীবাই
২. ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :
গোপাল
৩. মহাত্মা গান্ধীর আগে কাকে মহাত্মা বলে ডাকা হতো?
উত্তর :
মহাত্মা জ্যোতিবা ফুলে
৪. প্রাপ্ত বয়স্ক কালো গন্ডারের কটি শিঙ ( হর্ন ) থাকে?
উত্তর :
দুটি
৫. সাপ্তাহিক পত্রিকা নিউ ইন্ডিয়ার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর :
বিপিনচন্দ্র পাল
৬. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি?
উত্তর :
জমিদার সভা
৭. আবহাওয়া না , সরকারও না | ১লা নভেম্বর ২০১১ ওড়িশাতে রাজ্যস্তরে কি পরিবর্তন হয়েছিল?
উত্তর :
ওড়িশা নামের বানানটি ( রাজ্যের নাম Orissa থেকে করা হয় Odisha , ভাষার নাম Oriya থেকে করা হয় Odia )
৮. কোন রঙের চোখের মানুষ পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যায় আছে?
উত্তর :
বাদামি
৯. কোষের প্রোটিন ফ্যাক্টরি কোন অঙ্গাণুটিকে বলা হয়?
উত্তর :
রাইবোজোম
১০. মানবদেহে কোন মৌলটি সবথেকে বেশি পরিমানে আছে?
উত্তর :
অক্সিজেন
To check our latest Posts - Click Here