বিজ্ঞান MCQ – সেট ৭ – পদার্থবিদ্যা
Science MCQ – Set 7 – Physics
(A) কোয়ান্টাম তত্ত্ব
(B) পরমাণুর গঠন সম্পর্কীয় তত্ত্ব
(C) আপেক্ষিকতাবাদ তত্ত্ব
(D) ক্যাসকেড সূত্র
২. ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন কে?
(A) রাদারফোর্ড
(B) জে. জে. থম্পসন
(C) কেলভিন
(D) ব্রগলি
৩. তেজোস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
(A) মেরি কুরি
(B) রাদারফোর্ড
(C) হেনরি বেকেরেল
(D) ফার্মি
৪. নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটির মান ও দিক থাকা সত্বেও সেটি ভেক্টর রাশি নয়?
(A) ভরবেগ
(B) তড়িৎ প্রবাহমাত্রা
(C) চাপ
(D) চৌম্বক প্রাবল্যক্ষেত্র
৫. “ওয়াট” কিসের একক?
(A) ক্ষমতা
(B) শক্তি
(C) কার্য
(D) বল
৬. “বিনা বাধায় পতনশীল বস্তুর সূত্র” কে আবিষ্কার করেন?
(A) নিউটন
(B) গ্যালিলিও
(C) আর্কিমিডিস
(D) কেপলার
৭. পৃষ্ঠটানের একক হল –
(A) নিউটন প্রতি মিটার
(B) নিউটন প্রতি বর্গ মিটার
(C) কেজি প্রতি মিটার
(D) কেজি প্রতি বর্গ মিটার
৮. ডাইন কিসের একক?
(A) বল
(B) শক্তি
(C) ক্ষমতা
(D) ভরবেগ
৯. ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন?
(A) বেঞ্জামিন ফ্র্যাংকলিন
(B) টমাস আলভা এডিসন
(C) টরিসেলি
(D) মাইকেল ফ্যারাডে
১০. অ্য়ানিরয়েড ব্যারোমিটারে ব্যবহৃত হয় —
(A) অ্য়ালকোহোল
(B) পাতিত জল
(C) পারদ
(D) কোনো তরল ব্যবহৃত হয় না
To check our latest Posts - Click Here