
বাংলা কুইজ – সেট ৬৫
Bengali Quiz – Set 65
১. সম্প্রতি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) | এটির নাম কি ছিল?
বঙ্গবন্ধু-১
২. ইংল্যান্ডের রানী যে প্রাসাদে থাকেন সেটির নাম কি?
বাকিংহাম প্যালেস
৩. শান্তিনিকেতন শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
কোপাই
৪. ১৯৮৪ সালে ইউরো ম্যাগাজিনে কাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী নির্বাচিত করেছিল?
প্রণব মুখার্জী
৫. তামিলনাড়ুতে কোলাম, রাজস্থানে মান্দানা, বিহারে এরিপানা – পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত?
আল্পনা ( রঙ্গোলি)
৬. “Playing to Win ” – ভারতের কোন খেলোয়াড়ের আত্মজীবনী?
সাইনা নেহওয়াল
৭. ১৯৮৯ সালের ২১শে মার্চ কোনটাকে ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল?
ভোট দেবার বয়স
৮. ১৯০৮ সালে কে বিশ্বের প্রথম যাত্রীবাহী প্লেন চালিয়েছিলেন?
উইলবার রাইট
৯. হিন্দুমত অনুযায়ী বিষ্ণুর কোন অবতার বেদকে চারটি ভাগে ভাগ করেছিল?
বেদ ব্যাস
১০. ভারতের কোন ক্রিকেট খেলোয়াড়ের ভক্তরা তাকে হিটম্যান বলে ডাকে?
রোহিত শর্মা
Comments are closed.