QuizQuiz

বাংলা কুইজ – সেট ৬৫

Bengali Quiz – Set 65

১. সম্প্রতি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) | এটির নাম কি ছিল?

উত্তর :
বঙ্গবন্ধু-১

২. ইংল্যান্ডের রানী যে প্রাসাদে থাকেন সেটির নাম কি?

উত্তর :
বাকিংহাম প্যালেস

৩. শান্তিনিকেতন শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :
কোপাই

৪. ১৯৮৪ সালে ইউরো ম্যাগাজিনে কাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী নির্বাচিত করেছিল?

উত্তর :
প্রণব মুখার্জী

৫. তামিলনাড়ুতে কোলাম, রাজস্থানে মান্দানা, বিহারে এরিপানা – পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত?

উত্তর :
আল্পনা ( রঙ্গোলি)

৬. “Playing to Win ” – ভারতের কোন খেলোয়াড়ের আত্মজীবনী?

উত্তর :
সাইনা নেহওয়াল

৭. ১৯৮৯ সালের ২১শে মার্চ কোনটাকে ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল?

উত্তর :
ভোট দেবার বয়স

৮. ১৯০৮ সালে কে বিশ্বের প্রথম যাত্রীবাহী প্লেন চালিয়েছিলেন?

উত্তর :
উইলবার রাইট

৯. হিন্দুমত অনুযায়ী বিষ্ণুর কোন অবতার বেদকে চারটি ভাগে ভাগ করেছিল?

উত্তর :
বেদ ব্যাস

১০. ভারতের কোন ক্রিকেট খেলোয়াড়ের ভক্তরা তাকে হিটম্যান বলে ডাকে?

উত্তর :
রোহিত শর্মা

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button